বেঙ্গালুরুতে এবার কোহলির নামে অভিযোগ দায়ের

ফ্র্যাঞ্চাইজি লিগ
বেঙ্গালুরুতে এবার কোহলির নামে অভিযোগ দায়ের
শিরোপা উদযাপনে ব্যস্ত কোহলি, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইপিএলের সদ্য সমাপ্ত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শিরোপা জয়ের পরদিন বেঙ্গালুরুতে ট্রফি উদ্‌যাপন চলাকালে পদদলিত হয়ে ১১ জন নিহত হওয়ার ঘটনায় ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে কোহলিকে ‘জুয়া উৎসাহিত করা’ এবং ভিড় বাড়াতে ‘উসকানি’ দেওয়ার জন্য দায়ী করা হয়েছে।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, কোহলির নামে একটি অভিযোগ জমা পড়লেও এখনো কোনো নতুন এফআইআর করা হয়নি। পুলিশের ভাষ্য, ইতোমধ্যে দায়ের হওয়া একটি মামলার আওতায় এই অভিযোগ তদন্তাধীন থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় এ অভিযোগ দায়ের করেছেন। তিনি লিখেছেন, ‘আইপিএল কোনো খেলা নয়, বরং জুয়া, যা ক্রিকেট খেলাকে কলুষিত করেছে। কোহলি আরসিবি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এটি প্রচারে ভূমিকা রেখেছেন।’

ভেঙ্কটেশ আরও দাবি করেন, ‘বেঙ্গালুরু দলের জুয়ায় অংশ নেয়া এবং একটি নির্দিষ্ট স্থানে লোক জড়ো হতে উসকানি দিয়ে এ দুর্ঘটনার প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি।’

তিনি কোহলিকে অভিযুক্ত করে মামলায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আরসিবি ফ্র্যাঞ্চাইজি, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডকে বিবাদী করা হয়েছে। অভিযোগে অবহেলা, জনসমাগম নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং অনুমতি ছাড়া অনুষ্ঠান আয়োজনের কথা বলা হয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আরসিবির বিপণনপ্রধান নিখিল সোসালে, ডিএনএ এন্টারটেইনমেন্টের ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথিউ, টিকিটিং অপারেশনস লিড সুমান্থ এবং ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার।

আরো পড়ুন: বিরাট কোহলি