ধোনির দরজা সবসময় খোলা থাকে: ব্রেভিস

ডেওয়াল্ড ব্রেভিস ও মহেন্দ্র সিং ধোনি
সাউথ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। যুব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর খেলেছেন চেন্নাই সুপার কিংসেও। প্রোটিয়া দলেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি। তাকে অনেকেই বেবি এবি বলে ডেকে থাকেন।

promotional_ad

প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের মতো মাঠের চারদিকে দারুণ শট খেলার দক্ষতার কারণেই তিনি মূলত এই উপাধি পেয়েছেন। আর এখন তো মনে হচ্ছে, তিনি সেই নামের স্বার্থকতা প্রমাণ করার সন্নিকটে। তিন ফরম্যাটেই প্রোটিয়াদের হয়ে অভিষেক হয়েছে তার। যদিও টি-টোয়েন্টিতে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।


আরো পড়ুন

বাড়ছে আইপিএলের টিকিটের দাম, গুনতে হবে বাড়তি অর্থ

২৩ ঘন্টা আগে
আইপিএল টিকিট

অস্ট্রেলিয়ার মাটিতে আগস্টে দারুণ এক সিরিজ কাটিয়েছেন তিনি। সম্প্রতি ব্রেভিস হাজির হয়েছিলেন তার আইডল ভিলিয়ার্সের পডকাস্টে। সেখানেই তরুণ এই ব্যাটার জানালেন নিজের জীবনের জানা-অজানা অনেক কথা। এর মধ্যে চেন্নাইয়ের হয়ে খেলার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ধোনির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির স্মৃতি তুলে ধরেছেন তিনি।


ব্রেভিস বলেছেন, 'ধোনির যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়েছে সেটা হলো তার বিনয়ী স্বভাব। মাঠের বাইরেও তিনি যেমন, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। তার রুম সবসময় খোলা থাকে, কেবল ঘুমের সময় ছাড়া। আমি অনেকবার তার রুমে গিয়ে বসেছি, আড্ডা দিয়েছি, খোশ গল্প করেছি, একসঙ্গে খেলা দেখেছি। মাঠে সবাই জানে তিনি কী করেন, মাঠের বাইরেও তার আচরণ সত্যিই অসাধারণ।'


promotional_ad



আরো পড়ুন

শেবাগকে বাদ দিয়েছিলেন ধোনি, ক্যারিয়ার বাঁচান শচীন

১৫ আগস্ট ২৫
ফাইল ছবি

গত মৌসুমে দল হিসেবে চেন্নাইয়ের পারফরম্যান্স ভালো না হলেও ব্রেভিস নিজে ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। ৬ ম্যাচে ৩৭.৫০ গড় এবং ১৮০ স্ট্রাইক রেটে ২২৫ রান সংগ্রহ করেন তরুণ এই প্রোটিয়া ব্যাটার। আইপিএলে সুযোগ পেয়ে ব্রেভিস একাই খেলতে গিয়েছিলেন ভারতে। মূলত নিজেকে প্রমাণের লক্ষ্যেই এই চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি।


সেই সময়ের স্মৃতিচারণ করে ব্রেভিস বলেন, 'প্রথমবার ভাবতাম পরিবারকে সঙ্গে না আনি, আগে নিজে গিয়ে দাঁড়াই। যেন বোঝাতে পারি আমি পরিণত হয়েছি। তবে পরে বুঝেছি জীবনের ছোট ছোট বিষয়গুলো আসলে পরিবারের সঙ্গেই ভাগাভাগি করার জন্য। নিজেকে শাস্তি দেওয়ার কিছু নেই।'


এ ছাড়া বেবি এবি নামের নেপথ্যের গল্প জানিয়ে ব্রেভিস বলেন, 'অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করার পর আমার এক বন্ধু হাতে প্ল্যাকার্ডে লিখে ধরেছিল ‘বেবি এবি‘। তখন থেকেই এই নামটা আমার সঙ্গে জড়িয়ে যায়। এটা কখনো চাপ হয়ে আসেনি, বরং গর্বের মনে হয়েছে। যাকে ছোটবেলা থেকে আদর্শ মানি, তার সঙ্গে তুলনা হওয়া আমার জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার।'


সাম্প্রতিক সময়ে জাতীয় দলে ব্রেভিস দুর্দান্ত ফর্মে আছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪১ বলে সেঞ্চুরি করে প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েছেন তিনি। বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকা দলে আছেন ২২ বছর বয়সী তরুণ এই ব্যাটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball