দীর্ঘ ৪ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকা ও পাকিস্তান ম্যাচের একাংশ
চার বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকা। আসন্ন এই সিরিজের তিন ফরম্যাটের সূচিই আলোচনাধীন আছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার। তারা জানিয়েছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হতে পারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১২ থেকে ১৬ অক্টোবর।

promotional_ad

এরপর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াতে পারে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ২০ থেকে ২৪ অক্টোবর। সীমিত ওভারের খেলা শুরু হবে রাওয়ালপিন্ডিতে ২৮ অক্টোবর থেকে প্রথম ওয়ানডে দিয়ে। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ৩১ অক্টোবর এবং ২ নভেম্বর।


আরো পড়ুন

সেদিকউল্লাহ-ইব্রাহিমের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল আফগানিস্তান

৩ সেপ্টেম্বর ২৫
সেদিকউল্লাহ-ইব্রাহিমের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল আফগানিস্তান, ফাইল ফটো

এর মধ্যে দিয়ে দীর্ঘ বিরতির পর ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে। এই দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ৫ নভেম্বর মুলতানে, আর শেষ দুটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৮ ও ৯ নভেম্বর। এরই মধ্যে সাউথ আফ্রিকার একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনা পর্যালোচনার জন্য।


promotional_ad



আরো পড়ুন

‘অনার্স বোর্ডে’ নাম লেখাতে না পেরে ব্রিটজকের আক্ষেপ

১ ঘন্টা আগে
ম্যাচ সেরার পুরষ্কার হাতে ম্যাথু ব্রিটজকে

যদিও তারা মুলতানে যাননি, যার ফলে সেখানে ম্যাচ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে। অবশ্য পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সূচি এখনও চূড়ান্ত হয়নি এবং দুই বোর্ডের আলোচনার পরই তা নিশ্চিত হবে। ভেন্যু ও তারিখ পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।প্রোটিয়ারা সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০২১ সালের জানুয়ারি–ফেব্রুয়ারিতে কুইন্টন ডি ককের নেতৃত্বে।


তখন তারা টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল এবং টি-টোয়েন্টি সিরিজে ১–২ ব্যবধানে হেরেছিল। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম গত মে মাসে ১৭ বছর পর বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি আয়োজনের কথা ছিল, তবে পাকিস্তান সুপার লিগের ম্যাচ পুনঃনির্ধারণ হওয়ায় সেগুলো লাহোরে সরিয়ে নেয়া হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball