কোহলিকে দেখে অনেকে কিছু শিখেছেন বেথেল

ফ্র্যাঞ্চাইজি লিগ
কোহলিকে দেখে অনেকে কিছু শিখেছেন বেথেল
বিরাট কোহলি ও জ্যাকব বেথেল, আইপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সর্বশেষ ১ বছর স্বপ্নের মতো কেটেছে জ্যাকব বেথেলের। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই অভিষেক হয়েছে তার। এরপর তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছেন আইপিএলের শিরোপা।

যদিও দলের শিরোপা জয়ে অংশ হতে পারেননি তিনি। জাতীয় দলের ব্যস্ততার কারণে প্লে অফে খেলতে পারেননি বেথেল। তবে তারই জাতীয় দলের সতীর্থ ফিল সল্ট ফাইনালেও ছিলেন বেঙ্গালুরু দলে।

বেথেল এর মধ্যে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন বেথেল। সেই ম্যাচে বিরাট কোহলির সঙ্গে ওপেনিং জুটিতে ৯৭ রান তুলেছিলেন বেথেল।

এই ইংলিশ ওপেনার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন কোহলির খেলা দেখে অনেক কিছু শিখেছেন তিনি। কোহলির অনুশীলন দেখেও অনেক কিছু শিক্ষা নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বেথেল বলেন, ‘বিরাট অভাবনীয়ভাবে আমায় সাহায্য করেছে। সে অনেক কিছু হয়ত আমায় ব্যক্তিগতভাবে শেখায়নি, কিন্তু যেভাবে সে খেলেছে, বা যেভাবে সে অনুশীলন করেছে সেগুলো দেখেও আমি অনেক কিছুই শিখেছি।’

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার দক্ষতার কারণে কোহলিকে বেশি পছন্দ বেথেলের। কোহলি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেভাবে স্ট্রাইক রোটেড করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তার প্রশংসা করেন তিনি।

বেথেল বলেছেন, ‘টি-টোয়েন্টি ম্যাচে চেজ করার ক্ষেত্রে বিরাট কোহলির যা অবদান থাকে, সেটা দেখেও অনেক কিছু শেখা যায়। কীভাবে সে নিজেকে অ্যাটাক করার দিকে নিয়ে যায়, আবার তখনও সে নিজেকে একটু গুটিয়ে নেয় পরিস্থিতির কথা অনুমান করে। কখন কি প্রয়োজন দলের জন্য, সেটা বুঝে তার খেলার গতির অদল বদল করা থেকে অনেক কিছুই শেখা যায়।’

আরো পড়ুন: বিরাট কোহলি