
অস্ট্রেলিয়া সিরিজ শেষ রাবাদার
দলের গুরুত্বপূর্ণ এক সদস্যকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে সাউথ আফ্রিকা। চোটের কারণে তিন ম্যাচের এই সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা।
দলের গুরুত্বপূর্ণ এক সদস্যকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে সাউথ আফ্রিকা। চোটের কারণে তিন ম্যাচের এই সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু হয়েছে পাথুম নিশাঙ্কার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুটি সেঞ্চুরি করে শ্রীলঙ্কার হয়ে ম্যাচজয়ী ভূমিকা রেখেছেন এই ডানহাতি ব্যাটার। এই পারফরম্যান্সে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে নাম লেখান তিনি। এই তালিকায় তার সঙ্গে আছেন সাউথ আফ্রিকার এইডেন মার্করাম এবং কাগিসো রাবাদা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময়ই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন টেম্বা বাভুমা। সেই চোটেই জিম্বাবুয়ে সফরে থেকে ছিটকে গেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক। বাভুমা না থাকায় জিম্বাবুয়ে সফরে দুই টেস্টের সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশভ মহারাজ।
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা। চতুর্থ ইনিংসে লড়াকু এক সেঞ্চুরি করে সবার নজর কেড়ে নিয়েছেন এইডেন মার্করাম। তবে প্রথম ইনিংস থেকেই দারুণ বোলিং করে অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। দুই দিন শেষেই দুই দলের মিলিয়ে ২৮ উইকেটের পতন হয়েছে। ফলে ধরেই নেয়া যাচ্ছে ফাইনাল ম্যাচটি নাটকীয় কিছু না হলে পঞ্চম দিনে যাচ্ছে না। লর্ডসে প্রথম দিনের নায়ক ছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
নিষেধাজ্ঞা শেষ হওয়ারও প্রায় এক মাস পর জানা গেল, সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার গ্রহণ করা ড্রাগের নাম। জানা গেছে, নিষিদ্ধ কোকেইন সেবন করেছিলেন এই পেসার। বিষয়টি নিশ্চিত করেছে সাউথ আফ্রিকান ইন্সটিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্টস (এসএআইডিএস)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হলে কেবল মাঠের লড়াই নয়, বাইরে থেকেও চাপে থাকতে হয় প্রতিপক্ষ ক্রিকেটারদের। সমর্থক থেকে শুরু করে সংবাদমাধ্যম— সব পক্ষ থেকেই তৈরি হয় মানসিক চাপ। সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার সামনে এবার সেই চ্যালেঞ্জটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে।
আইপিএলের মাঝপথে হঠাৎ করেই দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। তখনই গুঞ্জন ছড়ায় তার অনুপস্থিতির আসল কারণ নিয়ে। পরে জানা যায়, ড্রাগস সংক্রান্ত একটি ঘটনার জেরে এক মাসের জন্য নির্বাসিত সাউথ আফ্রিকার এই পেসার।
রিক্রিয়েশনাল ড্রাগ বা নেশা করার জন্য মাদক নিয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন কাগিসো রাবাদা। তবে তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে নেয়া আসা হয় এক মাসে। নিষেধাজ্ঞার এক মাস পেরিয়ে যাওয়া ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন সাউথ আফ্রিকার পেসার। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচেই মাঠে ফিরতে পারেন গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলা রাবাদা।
সাউথ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নিয়ে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় আছেন এই প্রোটিয়া পেসার। গত জানুয়ারিতে এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন তিনি।
একের পর এক নিয়ম করেও ক্রিকেটে ব্যাটারদের আধিপত্য থামানো যাচ্ছে না। বিশেষ করে ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণে যেভাবে রান বন্যা হচ্ছে তাতে বোলারদের ক্যারিয়ারই শঙ্কার মুখে পড়ে যাচ্ছে। এমন অবস্থায় আইপিএলে বোলারদের মনোবিদ নেয়ার পরামর্শ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।