promotional_ad

নিষিদ্ধ ড্রাগ নিয়ে নিষিদ্ধ রাবাদা

কাগিসো রাবাদা
সাউথ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নিয়ে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় আছেন এই প্রোটিয়া পেসার। গত জানুয়ারিতে এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন তিনি।

promotional_ad

তবে এটি কোনো পারফরম্যান্স এনহ্যান্সিং ড্রাগ বা খেলার ক্ষমতা বাড়ানোর ঔষধ ছিল না বলে নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো। রাবাদা এপ্রিলের শুরুতে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলার সময় হঠাৎ সাউথ আফ্রিকা চলে যান।


আরো পড়ুন

ক্রিকেট শুধু ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে, ব্যাটে-বলে ভারসাম্য চান রাবাদা

২৭ মার্চ ২৫
পাঞ্জাব কিংসের জার্সিতে কাগিসো রাবাদা

শুরুতে ধারণা করা হয়েছিল ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরে গেছেন। তবে তার ফেরার কোনো দিনক্ষণ জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। এবার নিরবতা ভেঙে নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন রাবাদা।


promotional_ad

রাবাদা এক বিবৃতিতে বলেছেন, 'আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সাউথ আফ্রিকায় ফিরে আসি। এর পেছনে কারণ ছিল একটি বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের জন্য আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সবার কাছে দুঃখপ্রকাশ করছি।'


আরো পড়ুন

প্রোটিয়াদের বিপক্ষে ইমার্জিং সিরিজের দলে আকবর-জিসান

২ মে ২৫
জিসান আলম ও আকবর আলী, বিসিবি

তিনি আরও যোগ করেন, 'আমি সবাইকে হতাশ করেছি। ক্রিকেট খেলার এই সুযোগকে আমি কখনই হালকাভাবে নিই না। এই সুযোগ আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়েও অনেক বড়। আমি এখন সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং আমি আবার এই প্রিয় খেলায় ফিরে আসার জন্য অপেক্ষায় আছি।'


রাবাদা ইতোমধ্যে ভারতে ফিরে এসেছেন এবং মাঠে ফেরার অপেক্ষায় আছেন। মাঠে ফেরার জন্য মুখিয়ে থাকা রাবাদ বলেছেন, 'এই একটি কাণ্ড দিয়ে আমাকে পুরোপুরি যাচাই করা যাবে না। আমি সব সময় যা করে এসেছি, সেটাই করে যাব। কঠোর পরিশ্রম চালিয়ে যাব এবং খেলার প্রতি আবেগ ও নিষ্ঠা বজায় রাখব।'


চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম দুটি ম্যাচে খেলেছিলেন রাবাদা। জোহানেসবার্গে ফেরার আগে তিনি দুটি উইকেট শিকার করেছিলেন। আগামী মাসে লর্ডসে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবেন রাবাদা। দলটির পেস আক্রমণের নেতৃত্ব থাকার কথা তারই। ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball