নিষেধাজ্ঞা থেকে রাবাদার মুক্তি

ছবি: ফাইল ছবি

সাউথ আফ্রিকার এসএ২০ লিগে এমআই কেপটাউনের হয়ে খেলেছিলেন রাবাদা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার সময় রিক্রিয়েশনাল ড্রাগ বা নেশা করার জন্য মাদক নিয়েছিলেন ডানহাতি এই পেসার। চলতি বছরের ২১ জানুয়ারি কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচের পর ডোপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন তিনি।
নিষিদ্ধ ড্রাগ নিয়ে নিষিদ্ধ রাবাদা
৩ মে ২৫
যদিও ১ এপ্রিল ফলাফল হাতে পান রাবাদা। সেই সময় গুজরাটের হয়ে আইপিএল খেলছিলেন তিনি। ডোপ টেস্টের ফলাফল পাওয়ায় ৩ এপ্রিল আইপিএল ছেড়ে দেশে ফেরেন রাবাদা। সেই সময় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন সাউথ আফ্রিকান এই পেসার। মাসখানেক পেরিয়ে যাওয়ার পর জানা যায় আসল কারণ।

রাবাদা নিজেই স্বীকার করেন নিষিদ্ধ মাদক নিয়ে নিষিদ্ধ হওয়ার কথা। বিবৃতিতে রাবাদা বলেছিলেন, ‘আমি ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছি, এমন কিছুই জানানো হয়েছিল। সেই কারণটা হলো নেশাজাতীয় মাদক পরীক্ষায় আমার পজিটিভ হওয়া। আমার কারণে যাদের মাথা নত হয়েছে, যারা বিপদে পড়েছে, তাদের সবার কাছে করজোড়ে দুঃখপ্রকাশ করছি। আমি এখন সাময়িক নিষেধাজ্ঞা কাটাচ্ছি। প্রিয় খেলাটায় ফিরতে উন্মুখ হয়ে আছি।’
প্রোটিয়াদের বিপক্ষে ইমার্জিং সিরিজের দলে আকবর-জিসান
২ মে ২৫
প্রাথমিকভাবে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাকে। যদিও পরবর্তীতে সেটা কমিয়ে নিয়ে আসা হয় এক মাসে। দেশে ফিরে যাওয়ার পর মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন বলে জানা গেছে। ২৯ মার্চের পর থেকেই মাঠের ক্রিকেট থেকে দূরে আছেন।
ফলে এক মাসের নিষেধাজ্ঞা পাওয়া সেটা পেরিয়ে গেছে। এমন অবস্থায় মাঠের ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন ডানহাতি এই পেসার। ৬ মে মুম্বাইয়ের বিপক্ষেই মাঠে ফিরতে পারেন রাবাদা। এমনকি জুনে হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতেও বাঁধা থাকছে না রাবাদার। ফলে নিষিদ্ধ মাদক নিয়েও খুব বেশি শাস্তি ভোগ করতে হলো না তাকে।