অজিদের ‘কথার আঘাত’ সামলে লড়াই চালাতে প্রস্তুত রাবাদা

আন্তর্জাতিক
অজিদের ‘কথার আঘাত’ সামলে লড়াই চালাতে প্রস্তুত রাবাদা
হেড কোচ শুকরি কনরাডের সঙ্গে কাগিসো রাবাদা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হলে কেবল মাঠের লড়াই নয়, বাইরে থেকেও চাপে থাকতে হয় প্রতিপক্ষ ক্রিকেটারদের। সমর্থক থেকে শুরু করে সংবাদমাধ্যম— সব পক্ষ থেকেই তৈরি হয় মানসিক চাপ। সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার সামনে এবার সেই চ্যালেঞ্জটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে।

লর্ডসে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জয়ের সুযোগ সামনে পেয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রোটিয়া শিবির। রাবাদা, লুঙ্গি এনগিডি ও এইডেন মার্করামরা যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে।

এদের মধ্যে রাবাদা ফাইনালের প্রস্তুতিতে এসেছেন কিছুটা ভিন্ন পটভূমি পার করে। আইপিএলের মাঝপথে 'গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণ' দেখিয়ে দেশে ফেরার পর জানা যায়, তিনি ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। সেই কারণে এক মাসের নিষেধাজ্ঞায় পড়েন এই পেসার। আইপিএলে ফিরে খেললেও চার ম্যাচে মাত্র দুটি উইকেট নিতে পেরেছেন তিনি, ছিলেন বেশ খরুচেও।

তবে মাঠের বাইরের বিতর্ক তাকে বিচলিত করছে না বলে জানিয়েছেন রাবাদা। সাউথ আফ্রিকা ব্রডকাস্ট কর্পোরেশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আসলে আমার মনে হয় ওরা যখন আমাকে আক্রমণ করে, তখন আমি নিজের সেরাটা দিতে পারি। ওরা যখন আমাকে লক্ষ্য করে, তখন আমি আরও ভালো খেলি।'

মাঠের বাইরের চাপকে কীভাবে মোকাবিলা করতে হয়, সেটা ভালো করেই জানেন ৩০ বছর বয়সী এই পেসার, 'যে কোনো ধরণের কথার আঘাত, কিংবা যদি মিডিয়া কিছু বলতে চায়, এটাই স্বাভাবিক। এটা আমাদের খেলার অংশ। আপনি এটার প্রতি উদাসীন হতে পারেন না, সচেতন থাকতে হবে। তবে আমি মনে করি না, এটা আমাকে থামিয়ে দিতে পারবে।'

চাপের মুহূর্তে নিজের মেজাজ ধরে রেখে সেরা পারফরম্যান্সটাই দিতে চান রাবাদা।

অজি সমর্থকদের কথার লড়াই সামলে নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি, 'বছরের পর বছর ধরে তারা (অস্ট্রেলিয়ার সমর্থক) এসবই করে আসছে, তাই না? তো দেখা যাক এবার কী হয়।'

আরো পড়ুন: কাগিসো রাবাদা