অনুতপ্ত হলেও বারবার ক্ষমা চাইতে নারাজ রাবাদা

আন্তর্জাতিক
অনুতপ্ত হলেও বারবার ক্ষমা চাইতে নারাজ রাবাদা
অনুতপ্ত হলেও বারবার ক্ষমা চাইতে নারাজ কাগিসো রাবাদা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইপিএলের মাঝপথে হঠাৎ করেই দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। তখনই গুঞ্জন ছড়ায় তার অনুপস্থিতির আসল কারণ নিয়ে। পরে জানা যায়, ড্রাগস সংক্রান্ত একটি ঘটনার জেরে এক মাসের জন্য নির্বাসিত সাউথ আফ্রিকার এই পেসার।

ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করলেও, বারবার ক্ষমা চাইতে রাজি নন রাবাদা। সাউথ আফ্রিকার হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতিতে থাকা রাবাদা জানিয়ে দিয়েছেন, তিনি নিজের ভুল বুঝলেও নিজেকে বারবার ছোট করে তোলার পক্ষে নন।

'খেলায় ফিরতে পেরেছি এটাই আমার কাছে বড় ব্যাপার। সব কিছু ঠিকঠাক ভাবে সামলানো গিয়েছে। বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকবেই। সেটা মানিয়ে নিয়ে চলতে জানি। আমার কাজে অনেকে হতাশ হয়েছেন। তাদের জন্য আমি দুঃখিত। যারা আমার খুব কাছের তাদের মাথা নত করে দিয়েছি।'

'জীবন একটা সময় ঠিকই এগিয়ে যায়। সব সময় ক্ষমা চাইতেই থাকব এমন মানুষ আমি নই। তবে যে কাজ করেছি তার জন্য আমি অনুতপ্ত।'

ঘটনার পর সতীর্থদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী হয়েছেন রাবাদা। কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হলে তা কাটিয়ে উঠতে চাচ্ছেন বলেও জানান তিনি। সতীর্থদের সঙ্গে অনুশীলনে বাড়তি সময়ও পার করছেন এই পেসার।

'যা হয়েছে সেটা কখনোই লুকিয়ে রাখতে চাই না। ওরা আমার সতীর্থ। ওদের সঙ্গে খেলেই এত দূর এসেছি। অনেকের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। আশা করি আরও বেশি সময় পেলে আরও ভালোভাবে ওদের সবটা বুঝিয়ে বলতে পারব।'

আরো পড়ুন: কাগিসো রাবাদা