ক্যান্সার আক্রান্ত বোনকে জয় উৎসর্গ করলেন আকাশ
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট ইতিহাসে প্রথম জয় এলো অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে। ম্যাচের শেষ মুহূর্তে আকাশ দিপের বলে ব্রাইডন কার্সের ক্যাচটি তালুবন্দী করেন গিল নিজেই, নিশ্চিত করেন ৩৩৬ রানের বড় জয়। আগে কখনো এ মাঠে টেস্ট জেতেনি ভারত।
4 hrs ago,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক