১ বছর পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ

ছবি: ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে তাওহীদ হৃদয়

এর আগে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আয়োজন হওয়ার কথা ছিল চলতি বছরের আগস্টে। রাজনৈতিক প্রেক্ষাপট বদলের ফলে বাংলাদেশে এখনই আসতে অনাগ্রহ দেখিয়েছে ভারত।
মিরাজের কাছে শামীমের পারফরম্যান্স ‘অবিশ্বাস্য’
১১ মিনিট আগে
বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল সিরিজটি পিছিয়ে দেয়া হতে পারে বা ভারত আগস্টে বাংলাদেশে নাও আসতে পারে। সেই ধারণাই এবার সত্যি হয়েছে। তবে দুই বোর্ড আলোচনা করে নতুন সূচি ঘোষণা করেছে।

কেরালা লিগে ইতিহাস সেরা দামে ব্লু টাইগার্সে স্যামসন
৭ ঘন্টা আগে
শনিবার এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই দলের আন্তর্জাতিক ব্যস্ততা ও পারস্পরিক সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বছরের সেপ্টেম্বরে প্রতীক্ষিত এই সিরিজে ভারতীয় দলকে স্বাগত জানাতে মুখিয়ে আছে বিসিবি। সফরের পুনঃনির্ধারিত সূচি যথা সময়ে জানিয়ে দেওয়া হবে। মিরপুর ও চট্টগ্রামে আগস্টের তৃতীয় ও শেষ সপ্তাহে ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ ও ভারতের।