অ্যাশেজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড

আন্তর্জাতিক
অ্যাশেজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড
ইংল্যান্ড দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বহুল প্রতীক্ষিত পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে নেতৃত্ব দেবেন বেন স্টোকস। ইংল্যান্ডের ১৬ সদস্যের দল আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

স্টোকস এখনও কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার পথে রয়েছেন। এই ইনজুরির কারণে তিনি জুলাই-অগাস্টে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে খেলতে পারেননি।

তবে ইংল্যান্ডের জন্য সুখবর, দলে ফিরেছেন অফস্পিনার শোয়েব বশির ও গতিময় পেসার মার্ক উড। দুজনেই আবারও ফিরলেন লাল বলের ফরম্যাটে।

অ্যাশেজের আগে নিউজিল্যান্ড সফরের জন্যও ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অ্যাশেজ স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ওলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টাং, মার্ক উড।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ ও লুক উড।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডসন, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট ও লুক উড

আরো পড়ুন: ইংল্যান্ড