বাংলাদেশ দলকে মাইনর বা ছোটো দল বললেও দলটির সামর্থ্যের কথা জানা আছে নেদারল্যান্ডসের এই কোচের। এ কারণে বাংলাদেশকে একটুও হালকাভাবে নিচ্ছে না ভারত। সামর্থ্যের সবটুকু নিঙরে দিয়ে পয়েন্ট আদায় করতে চায় সূর্যকুমার যাদবের দল।
সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচের শেষদিকে কিছুটা ছন্দ হারায় ভারত। বাংলাদেশের বিপক্ষে অবশ্য কোনো ধরনের ভুল করতে নারাজ দলটি।
ডেসকাট বলেন, 'পাকিস্তান ম্যাচে আমরা একটু এলোমেলো খেলেছি। পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। ভিডিও অ্যানালাইসিস আমরা দেখেছি, যেটা সবসময় করি, কোন কোন জায়গায় আমরা আরও ভালো হতে পারতাম, আরও নিখুঁতভাবে খেলতে পারতাম। তাই এটা বাংলাদেশ হোক বা অন্য কোনো ছোট দল হোক, কাল যারা মাঠে নামবে তারা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে চাইবে।'
'আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে। আমরা কালকের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।'
এদিকে মুস্তাফিজেরও বেশ প্রশংসা করেন ভারতের এই সহকারী কোচ। চলতি এশিয়া কাপে বল হাতে সময়টা বেশ ভালো যাচ্ছে মুস্তাফিজের। হংকং চায়নার বিপক্ষে উইকেট শূন্য থাকলেও পরের সবগুলো ম্যাচেই নিয়েছেন উইকেট। বিশেষ করে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন দুর্দান্ত। প্রতিপক্ষের ব্যাটারদের চেপে ধরার পাশাপাশি ৪ ওভারে ২০ রান খরচায় নিয়েছেন তিনটা উইকেট।
এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গেও তিনটি উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। এখন পর্যন্ত ৪ ম্যাচে মুস্তাফিজের শিকার ৭ উইকেট। বাংলাদেশের পেসারের পারফরম্যান্সের উপর নির্ভর করে দলের জয়-পরাজয়ও। চলতি বছরে মুস্তাফিজ খেলেননি এমন ৮ ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ।
ডেসকাটে বলেন, 'মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেকদিন ধরে খেলছে, একজন খুব দক্ষ বোলার। আমরা অবশ্যই জানি সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। আমি মনে করি, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে, এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়। আগেও বলেছি, আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করি। ওদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে, এবং মুস্তাফিজ সম্ভবত সেরা বোলারদের একজন, যাকে আমরা এখন পর্যন্ত চিনেছি।'