অ্যাশেজে হেডকে তিনে চান পন্টিং

আন্তর্জাতিক
অ্যাশেজে হেডকে তিনে চান পন্টিং
ট্রাভিস হেডকে তিন নম্বরে চান রিকি পন্টিং, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে চাপে ফেলতে অভিনব এক উপায় বাতলে দিয়েছেন রিকি পন্টিং। নিয়মিত পাঁচ নম্বরে নামা ট্রাভিস হেডকে তিনে ব্যাটিংয়ে নামানোর পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। ইংল্যান্ডের বোলিং আক্রমণকে চাপে ফেলতেই এমন পরামর্শ দিয়েছেন পন্টিং।

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে পাঁচ নম্বরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হেড । ৬০ টেস্টে ৪১.৭১ গড় ও ৬৭.৬৮ স্ট্রাইক রেটে তিন হাজার ৯৬৩ রান করেছেন এই আক্রমণাত্মক ব্যাটার। যেখানে আছে নয়টি সেঞ্চুরিও।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হেডের পরিসংখ্যানটাও দারুণ। ২০২১-২২ মৌসুমে অ্যাশেজে চার টেস্টে ৫৯.৫০ গড়ে ৩৫৭ রান করেন সাউথ অস্ট্রেলিয়ার এই ব্যাটার। সব মিলিয়ে ইংলিশদের বিপক্ষে ১৩ ম্যাচে হেডের সংগ্রহ ৯১০ রান।

এদিকে ২০০১ সালের অ্যাশেজে ছয় নম্বর থেকে তিন নম্বরে উত্তীর্ণ হয়েছিলেন পন্টিং। পরবর্তীতে ক্যারিয়ারের সিংহভাগ রান তিনে নেমেই করেন তিনি। তার ক্যারিয়ারের প্রতিফলন হেডের ক্যারিয়ারেও চান পন্টিং।

পন্টিং বলেন, 'আগে তরুণ ক্রিকেটাররা সাধারণত পাঁচ বা ছয় নম্বরে খেলা শুরু করত, পরে ধাপে ধাপে উন্নতি করে তিন নম্বরে আসত। হেডের সঙ্গেও সেটা করা যেতে পারে। তাকে তিনে তোলা হলে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটের জবাব দেওয়া যাবে। জফরা আর্চার, মার্ক উডদের মতো বোলারদের চাপে ফেলার সুযোগ তৈরি হবে। অ্যাশেজে যদি সত্যিই শুরু থেকে আধিপত্য বিস্তার করতে চায় অস্ট্রেলিয়া, তবে এটা ভালো উপায় হতে পারে।'

একইসাথে তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ডেভিড ওয়ার্নারের দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবে মনে করেন পন্টিং। অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করার পরই কনস্টাস আবারো আলোচনায় এসেছেন।

কনস্টাসকে নিয়ে পন্টিং বলেন, 'কনস্টাস ঠিক যা দরকার ছিল তাই করেছে, সেঞ্চুরি করেছে। তাই আমি আমাদের ওপেনিং জুটি দেখছি কনস্টাস ও খাওয়াজাকে নিয়ে। ক্যারিবিয়ানে যখন তারা গ্রিনকে তিন নম্বরে পাঠিয়েছিল, সেটা প্রমাণ করে তারা তাকে দীর্ঘমেয়াদী তিন নম্বর হিসেবে ভাবছে। স্মিথ চার, হেড পাঁচ, ওয়েবস্টার ছয়ে। আমি অবশ্যই তাকে (কনস্টাসকে) রাখব। বাদ দেওয়ার কোনো কারণ দেখি না।'

আরো পড়ুন: ট্রাভিস হেড