রান করার তাড়না নয়, উপভোগের মন্ত্রে সফল গিল

ছবি: শুভমান গিল, ফাইল ফটো

প্রথম ইনিংসে ৩৮৭ বলে ২৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন গিল, যা ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় বা এশিয়ার কোনো অধিনায়কের প্রথম দ্বিশতক। তার ইনিংসের ওপর ভর করে দ্বিতীয় দিন শেষে ভারত তোলে ৫৮৭ রান।
গিলের ডাবল সেঞ্চুরির রেকর্ডের পর ভারতীয় পেসারদের ছোবল
১৮ ঘন্টা আগে
সিরিজ শুরুর আগে নিজেকে কতটা ঝালিয়ে নিয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে গিল বলেন, 'হ্যাঁ, অবশ্যই। আইপিএলের পর আর সিরিজ শুরুর আগে আমি অনেক কাজ করেছি এই দিকটায়।'
'আমি আমার শুরু করার ভঙ্গিমা এবং সেটআপ নিয়ে কাজ করেছি। আগে মনে হতো ব্যাটিং তো ভালোই হচ্ছে, কারণ আমি নিয়মিত ৩০-৩৫-৪০ রান করে যাচ্ছিলাম। কিন্তু একটা সময় গিয়ে দেখলাম, সেই ফোকাসড সময়টা আমি মিস করছি। অনেকে বলে, অতিরিক্ত মনোযোগ দিলে অনেক সময় আসল সময়টা মিস হয়ে যায়।'

স্থগিত হওয়ার পথে বাংলাদেশ-ভারত সিরিজ, আর্থিক ক্ষতির মুখে বিসিবি
৫ ঘন্টা আগে
এই ইনিংসের মাধ্যমে ইংল্যান্ডে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক এখন গিল। তিনি পেছনে ফেলেছেন ১৯৭৯ সালে দ্য ওভালে সুনীল গাভাস্কারের করা ২২১ রানকে।
একই সঙ্গে, ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে এটিই সর্বোচ্চ রানের ইনিংস, আগের রেকর্ডটি ছিল ২০১৯ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে পুনেতে বিরাট কোহলির অপরাজিত ২৫৪।
'এই সিরিজে আমি চেষ্টা করেছি আবার শৈশবের ব্যাটিংয়ে ফিরে যেতে। ৩৫-৪০ রানে পৌঁছেছি বা কত বড় ইনিংস খেলব— এসব ভাবিনি। শুধু চেয়েছি ব্যাটিংটা উপভোগ করতে।'
'প্রথম দিনের লাঞ্চের আগে ব্যাট করতে নামি, আর টি-ব্রেকের সময় আমার রান ছিল ৩৫-৪০, প্রায় ১০০ বল খেলে। পরে আমি গৌতম গম্ভীর ভাইয়ের সঙ্গে কথা বলি। বললাম, ‘শট আছে, কিন্তু রান আসছে না সহজে।’ তখন মনে হচ্ছিল বলটা নরম হয়ে গেছে।'