ভালো খেলিনি, দলের চাওয়া পূরণ করতে পারিনি: তানজিদ

ছবি: গণমাধ্যমে কথা বলছেন তানজিদ হাসান তামিম, ক্রিকফ্রেঞ্জি

শ্রীলঙ্কার দেয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিষিক্ত পারভেজ হোসেন ইমন ইনিংস বড় করতে না পারলেও বাংলাদেশকে ঠিক পথেই রেখেছিলেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। তানজিদের হাফ সেঞ্চুরিতে জুটির পঞ্চাশও পেরিয়ে যায়।
হাসারাঙ্গাকে সামলানোর উপায় খুঁজে পেয়েছে বাংলাদেশ
৬ ঘন্টা আগে
পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৬১ রান তোলে সফরকারীরা। দারুণ ব্যাটিংয়ে ৫১ বলে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ। শান্তর সঙ্গে তানজিদের জমে ওঠা জুটি ভাঙে রান আউটে। মাহিশ থিকশানার বলে ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে দুই রান নিতে চেয়েছিলেন শান্ত। তবে মিলান রত্নায়েকের থ্রোতে মেন্ডিস স্টাম্প ভাঙার আগে পৌঁছাতে পারেননি তিনি। ২৬ বলে ২৩ রান করে আউট হন এই ব্যাটার।
এ ছাড়া চতুর্থ উইকেট হিসেবে বিদায় নেন ৬১ বলে ৬২ রান করা তানজিদ। জেনিথ লিয়ানাগের দুর্দান্ত ক্যাচে ফিরে যান তিনি। মূলত শান্তর উইকেট হারানোর পর স্কোরবোর্ডে পাঁচ রান তুলতে আরো ছয়টি উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ শুরুর আগে প্রথম ম্যাচ নিয়ে হতাশা প্রকাশ করেন তানজিদ।

তিনি বলেন, 'আপনি যেটা বললেন আমি ভালো খেলেছি। আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যখন যেটা দরকার ছিল আমি সেটা পূরণ করতে পারিনি। সেদিক থেকে বলব যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তবা বলতে পারতাম হ্যাঁ, আমি ভালো খেলেছি—দলের জন্য খেলতে পেরেছি।'
বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
১ ঘন্টা আগে
'আমি আর শান্ত ভাই অনেক ভালো একটা জুটি গড়েছিলাম। সেদিক থেকে বলব আমরা খানিকটা দুর্ভাগা কারণ ওই রান আউটটা। অনেক ভালো ক্যাচ ধরেছে এবং ভালো একটা রান আউটও করেছে তারা। আমার কাছে মনে হয় এটা অনেক বড় টার্নিং পয়েন্ট। কারণ ওখান থেকে যদি আমরা একটা ৩০-৪০ রানের জুটি করতে পারতাম দুজনে মিলে তাহলে মনে হয় ম্যাচটা আমাদের জন্য আরও সহজ হয়ে যেতো।'
তবে সিরিজের প্রথম ম্যাচ হারলেও ভেঙে পড়েননি তানজিদ। বাকি দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বপ্ন বুনছেন তিনি। অবশিষ্ট ম্যাচগুলোতে ব্যাট হাতে দলের হাল ধরতে চান বাংলাদেশের এই ওপেনার।
তিনি আরো বলেন, 'ব্যক্তিগত লক্ষ্য যেটা বলব—আমার সবসময় চেষ্টা থাকে ম্যাচ বাই ম্যাচ খেলার এবং প্রতি ম্যাচে দলের জন্য ভালো কিছু অবদান রাখা। দলের যেটা প্রয়োজন যেটা আমি গত ম্যাচে পূরণ করতে পারি, চেষ্টা থাকবে দলের যা প্রয়োজন পরের ম্যাচে যেন পুষিয়ে দিতে পারি।'
'দলের লক্ষ্য হচ্ছে— যেহেতু তিন ম্যাচের সিরিজ, একটা হয়েছে এবং সামনে আরও দুই ম্যাচ বাকি আছে। আমরা দুই ম্যাচের চিন্তা করছি না কারণ সামনের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ সিরিজে টিকে থাকবে। আমাদের সবার সামনের ম্যাচে ফোকাস থাকবে।'