বাংলাদেশের নতুনদের উপর ভরসা রাখার পরামর্শ জয়াসুরিয়ার

ছবি: ক্রিকফ্রেঞ্জি

মুশফিক ও মাহমুদউল্লাহর বিদায়ে মিডল অর্ডার হয়ে উঠেছে অনভিজ্ঞ। তাদের দুজনের জায়গা নিয়েছেন লিটন দাস, জাকের আলী অনিকরা। ২০ বছর ও ৩৩১ ওয়ানডে পর পঞ্চপাণ্ডবের অন্তত একজনকে ছাড়া খেলতে নেমে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সফরকারীরা হেরেছে ৭৭ রানে। এমন হারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন
৬ ঘন্টা আগে
প্রথম ম্যাচ শেষে তাসকিন আহমেদ অবশ্য ব্যাট ধরেছিলেন সতীর্থদের হয়ে। মিডল অর্ডারের সামর্থ্যের প্রশ্নে ডানহাতি পেসারের দেশের ক্রিকেটের ট্রানজিশনের কথা সামনে এনেছিলেন। বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তনের বিষয়টি বুঝতে পারছেন সানাৎ জয়াসুরিয়াও। শ্রীলঙ্কার প্রধান কোচ জানান, তাঁর দেশও এক সময় এমন অবস্থার মধ্যে দিয়ে গেছে। এজন্য বাংলাদেশের তরুণদের উপর ভরসা রেখে তাদেরকে আত্মবিশ্বাস দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে জয়াসুরিয়া বলেন, ‘প্রতিটি দেশই একটা সময়ে পরিবর্তনের মধ্য দিয়ে যায়। শ্রীলঙ্কাও গিয়েছে খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে। আত্মবশ্বাসটাই তখন মূল ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন নতুনদের সুযোগ দেয়া উচিত এবং তাদের ভরসা দেয়া উচিত। আপনি যদি তাদের আত্মবিশ্বাস না দেন, তারা ভেঙে পরবে। তাই এটা নিশ্চিত করতে হবে যে নতুনদের যেনো সেই ভরসা টা দেয়া হয়। যখনি কোন দেশ পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তখন উচিত নতুনদের সুযোগ দেয়া এবং তাদের উপর ভরসা রাখা। এতে করে তারা ভালো করবে ভবিষ্যতে।’
তিনি আরও যোগ করেন, ‘যেকোন দলের সাথেই এটা হতে পারে। শ্রীলঙ্কার সাথেও হতে পারে। কিন্তু যদি টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক নতুনদের ভরসা দেয়, সেটাই মূল বিষয়৷ তাদের চাপে ফেলা যাবেনা। আপনি যদি তাদের উপর ভরসা রাখেন, তাহলে তারা ভালো করবেই। এটা অবশ্যই সহজ কোন কাজ না। কিন্তু নতুনদের উপর ভরসা রাখতে হবে।’
তাসকিন ও তানজিম হাসান সাকিবের বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২৪৪ রানে আটকে দেয় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় পারভেজ হোসেন ইমন দ্রুত ফিরলেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে সফরকারীদের এগিয়ে নিয়ে যেতে থাকেন। একটা সময় মনে হচ্ছিল কয়েক ওভার থাকতেই ম্যাচ জিতে যাবে বাংলাদেশ। অথচ ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে মিরাজরা ম্যাচ হারে ৭৭ রানে। জয়াসুরিয়া জানান, ক্রিকেটে এমন কিছু হতেই পারে।
শ্রীলঙ্কার প্রধান কোচ বলেন, ‘ক্রিকেটে যেকোন কিছুই হতে পারে। প্রথম ১৫ ওভারে বাংলাদেশ দূর্দান্ত খেলছিলো, কিন্তু তখনো আমরা প্যানিক করিনি। আমরা প্রেশার দিয়ে যাচ্ছিলাম। আমরা টাইট বোলিং করছিলাম এবং একটা ব্রেক থ্রু পাবার আশায় ছিলাম। মিলান সেটা এনে দিয়েছিলো এবং একটি দূর্দান্ত ক্যাচও ছিলো। এই দুটি ঘটনা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলো। আমরা স্পিনারদের দিয়ে আরো প্রেশার তৈরি করছিলাম।’