কলম্বোতে বাংলাদেশের হতাশার দিন, ফাইল ফটো

মিরপুরে রজতজয়ন্তী উদযাপন, কলম্বোতে বাংলাদেশের হতাশার দিন

টেস্ট ক্রিকেটে ২৫ বছরে পা রাখল বাংলাদেশ। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর বেশ জাঁকজমকপূর্ণ করেই উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সিরিজে ব্যস্ত থাকলেও মিরপুরে আজও চলছে বর্ণাঢ্য এক অনুষ্ঠান। যদিও কলম্বোতে হতাশায় রীতিমতো হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি এবং দীনেশ চান্দিমালের হাফ সেঞ্চুরিতে কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে দুই উইকেটে ২৯০ রান করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৪৭ রানে অল আউট করা দলটি লিড পেয়েছে ৪৩ রানের।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক