আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন রাসেল

ছবি: ফাইল ছবি

২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রাসেল। তবে পরবর্তী সময়ে জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি সময় পার করেছেন তারকা এই অলরাউন্ডার। একটা সময় ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি খেললেও ২০১৯ সাল থেকে শুধু টি-টোয়েন্টি খেলছেন তিনি। তবুও মাঝে অনেকদিন জাতীয় দলের আশেপাশে ছিলেন না রাসেল। কখনো তাকে বিবেচনা করা হয়নি আবার কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নিজেই সরে দাঁড়িয়েছেন জাতীয় দল থেকে।
টেস্ট ক্রিকেট নয়, পেট চালানো জরুরি: আন্দ্রে রাসেল
৮ জুন ২৫
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রায় বেশিরভাগ লিগেই নিজের আধিপত্য বিস্তার করেছেন তিনি। আইপিএলের পাশাপাশি বিপিএল, পিএসএল, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, সিপিএল, দ্য হান্ড্রেড, এলপিএল, এপিএল, চ্যাম্পিয়ন লিগ টি-টোয়েন্টি ও মেজর লিগ ক্রিকেটের মতো টুর্নামেন্টে ব্যাটে-বলে পারফর্ম করেছেন তিনি। ২০১১ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া রাসেল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮৪ ম্যাচ খেলেছেন।
১৬৩.০৮ স্ট্রাইক রেটে ১ হাজার ৭৮ রান করার পাশাপাশি বোলিংয়ে ৬১ উইকেট নিয়েছেন পেস বোলিং এই অলরাউন্ডার। সবশেষ আয়ারল্যান্ড সফরের না গেলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজের ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন রাসেল। ক্রিকইনফো জানিয়েছে, জ্যামাইকার স্যাবাইনা পার্কে প্রথম দুই ম্যাচই কেবল খেলবেন তিনি। প্রথম দুই টি-টোয়েন্টির পরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার। প্রতিবেদন অনুযায়ী, দ্রুতই অবসরের ঘোষণা দেবেন রাসেল।

লয়েড-রিচার্ডস-লারাদের নিয়ে জরুরী সভা ডেকেছে ক্যারিবিয়ান বোর্ড
১৭ ঘন্টা আগে
তারকা অলরাউন্ডারের বিদায় নিতে যাওয়া সিরিজে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জুয়েল অ্যান্ড্রু ও জেডাইয়া ব্লেডস। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলা অ্যান্ড্রু ২০২৪ সিপিএলে নজর কেড়েছেন। মাত্র ১৭ বছর ২৬৬ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের সর্বকনিষ্ঠ ও সবমিলিয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মেজর টি-টোয়েন্টি লিগে হাফ সেঞ্চুরি করেছেন।
বর্তমানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে গ্লোবাল সুপার লিগের খেলছেন অ্যান্ড্রু। ২৩ বছর বয়সি ব্লেডস ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন একটি ওয়ানডে। তবে এখন পর্যন্ত সিপিএলে খেলেননি বাঁহাতি এই পেসার। ওয়েস্ট ইন্ডিজে ঘরোয়া টি-টোয়েন্টিতে ভালো করার সুবাদে সুযোগ মিলেছে তাঁর। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে না পারা রভম্যান পাওয়েলকেও রাখা হয়েছে স্কোয়াডে।
তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে গোলাপি বলের টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অল আউট হয়েছে স্বাগতিকরা। ২০ জুলাই শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। বাকি চার ম্যাচ হবে ২২, ২৫, ২৬ এবং ২৮ জুলাই। প্রথম দুই ম্যাচ জ্যামাইকায় এবং শেষের তিনটি হবে সেন্ট কিটসে।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি— শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডাইয়া ব্লেডস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারি শেফার্ড।