রংপুরের সব বোলারকেই আমরা বিশ্বাস করতে পারি: ইফতিখার

উইকেট পাওয়ার পর ইফতিখার আহমেদের উল্লাস, ফাইল ফটো
টানা দ্বিতীয়বারের মত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। দুবাইকে হারানোর কৃতিত্ব দলের বোলারদের দিচ্ছেন ইফতিখার আহমেদ।

promotional_ad

ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৪১ এবং বল হাতে ২৩ রান খরচায় এক উইকেট নিয়ে এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইফতিখার। ব্যাট হাতে এ দিন জ্বলে উঠেন সৌম্য সরকার এবং অধিনায়ক সোহান।


আরো পড়ুন

শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান

২৫ এপ্রিল ২৫
যে কারণে শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান, পিসিবি

২৮ বলে চার ছক্কার ইনিংসে সৌম্য করেন ৩৬, সোহান করেন তিনটি চার ও দুটি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৩৪। ইফতিখারের সঙ্গে এই দুজনের ইনিংসে পাঁচ উইকেটে ১৫৮ রান তোলে রংপুর।


promotional_ad

এই রান ডিফেন্ড করতে নেমে ২৮ রানের মধ্যে তিন উইকেট হারায় দুবাই। এরপর ৪৮ রানের জুটি গড়েন সেদিকউল্লাহ আতাল এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি। যদিও রংপুরের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি দলটি। ১৯.২ ওভারের মধ্যে ১৫০ রানে অল আউট হয় তারা।


আরো পড়ুন

হেটমায়ার ঝড়ে জিএসএলের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ গায়ানা

৬ ঘন্টা আগে
শিমরন হেটমায়ার ১০ বলে ৩৯ রান করেন, ফাইল ফটো

রংপুরের বোলারদের মধ্যে ২০ রান খরচায় তিন উইকেট নেন সাইফ হাসান। ১৪ রান খরচায় দুটি উইকেট নেন খালেদ আহমেদ। ইফতিখার ছাড়াও একটি করে উইকেট নেন কাইল মেয়ার্স, আজমতউল্লাহ ওমরজাই এবং রাকিবুল হাসান।


বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করে সোহান বলেন, 'এটা আমাদের জন্য একটা খুশির দিন। আপনি ফাইনালে উঠলে অবশ্যই বাড়তি প্রেরণা পাবেন। যেটা আমি আগেও বলেছি, রংপুর এমন একটি দল যেটা সবদিক কাভার করেছে। উপর থেকে মাঝ পর্যন্ত, মাঝ থেকে নিচ পর্যন্ত, এমনকি বোলিংয়েও আমাদের দলে অনেক বৈচিত্র্য আছে।'


'আমাদের দলের বোলিং লাইনআপ যেরকম তাতে আমাদের জন্য ১৫৮ রান ঠিকই ছিল। মাঝে ওরা ভালো জুটি গড়েছে, কিন্তু আমরা তাদের থামিয়ে দিয়েছি। কেননা আমাদের বোলিং লাইনআপে আমরা সবাইকে বিশ্বাস করতে পারি এবং যেকোনো সময়ে যে কাউকে নিয়ে আসতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball