অভিষেকেই আফ্রিকান স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে প্রেনেলান সুব্রায়েন
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার জার্সিতে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছে প্রেনেলান সুব্রায়েনের। অভিষেকেই ম্যাচেই বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়েছে তাকে। ম্যাচ শেষে ডানহাতি অফ স্পিনারের অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়ালসরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

promotional_ad

চলতি বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে সুব্রায়েনের। নিজের খেলা একমাত্র টেস্টে ৪ উইকেট নিয়েছেন তিনি। সাদা পোশাকের ক্রিকেট অভিষেক হওয়ার পর অস্ট্রেলিয়া সফরে সাউথ আফ্রিকার হয়ে ওয়ানডে খেলারও সুযোগ পেয়েছেন ডানহাতি এই অফ স্পিনার।


আরো পড়ুন

‘অশালীন ভাষা’ ব্যবহার করে শাস্তি পেলেন জাম্পা

৮ ঘন্টা আগে
বোলিংয়ের সময় অ্যাডাম জাম্পা

কেয়ার্নসে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৭ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু পায় অস্ট্রেলিয়া। ৫ ওভারেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে হেডকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন সুব্রায়েন। ডানহাতি এই স্পিনারের অফ স্পিনে বলের লাইন মিস করে স্টাম্পিং হয়েছেন ২৪ বলে ২৭ রান করা ট্রাভিস হেড।


promotional_ad

পুরো ম্যাচে ১০ ওভারে খরচা করে ওই একটা একটা উইকেটই নিয়েছেন। রঙিন পোশাকে সাউথ আফ্রিকার হয়ে খেলার সুযোগ পাওয়ার পরই দুঃসংবাদ পেতে হয়েছে সুব্রায়েনকে। ম্যাচের পর ম্যাচ অফিসিয়ালসরা প্রতিবেদনে ডানহাতি অফ স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


যার ফলে দ্রুতই আইসিসি স্বীকৃত কোনো স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে। কবে নাগাদ এবং কোন ল্যাবে পরীক্ষা দেবেন সেটা এখনো চূড়ান্ত নয়। সেই পরীক্ষায় উতরে যেতে না পারলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে তাকে। নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না।


বোলিং অ্যাকশনের পরীক্ষার সময় সুব্রায়েনের কনুই যদি ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় তাহলেই কেবল নিষিদ্ধ হবেন তিনি। যদিও পরবর্তীতে আরও কয়েকবার পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন ৩১ বছর বয়সি এই স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেট খুব বেশি ম্যাচ না খেলা হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলছেন তিনি।


এখন পর্যন্ত ৭৮ প্রথম শ্রেণির ম্যাচে ২৪৬ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ৫৯৫ রান করেছেন সুব্রায়েন। ১০২ লিষ্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচে ৯৭ উইকেট নিয়েছেন এবং ৯৩৪ রান করেছেন। এ ছাড়া ১২০ টি-টোয়েন্টিতে ডানহাতি অফ স্পিনারের শিকার ১১০ উইকেট। সাউথ আফ্রিকার এসএ২০ লিগে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন সুব্রায়েন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball