বিসিবির আগামী নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম

ফাইল ছবি
দুই যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুব আনাম। নানা ভূমিকায় লম্বা সময় দেশের ক্রিকেট নিয়ে কাজ করার পর বিসিবি থেকে সরে যাচ্ছেন তিনি। বিসিবির আগামী নির্বাচনে অংশ নিতে অনাগ্রহী মাহবুব আনাম। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বস্ত একটি সূত্র।

promotional_ad

বিসিবির সবশেষ নির্বাচনে নির্বাচিত হয়ে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন মাহবুব আনাম। সরকার পরিবর্তনের পর বেশিরভাগ পরিচালকই গা ঢাকা দিয়েছেন। খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুসরা পদত্যাগ করেছেন। তবে আকরাম খান, ইফতেখার রহমান মিঠু, ফাহিম সিনহাদের মতো তিনিও দায়িত্ব চালিয়ে যান বিসিবিতে।


আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

চলতি বছরের জানুয়ারিতে গ্রাউন্ডস কমিটির সঙ্গে হাই পারফরম্যান্স এবং টেন্ডার ও পারচেজ কমিটির দায়িত্বও পান মাহবুব আনাম। এ ছাড়া কদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানও হয়েছেন মোহামেডানের সাবেক এই ক্রিকেটার। দায়িত্ব পেয়েই বিপিএলকে নতুন করে গোছানোর চেষ্টায় আছেন তিনি।


promotional_ad

চলতি বছরের অক্টোবরে হওয়ার কথা রয়েছে বিসিবির আগামী নির্বাচন। যদিও সেটা এখনো চূড়ান্ত নয়। পরবর্তী নির্বাচন শেষে আগামীতে যারা বোর্ড সভাপতির দায়িত্ব পেতে পারেন তাদের অন্যতম একজন মাহবুব আনাম। এমন গুঞ্জন থাকলেও বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করতে না চাওয়ায় সেই সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে।


আরো পড়ুন

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান পাইলটের

১০ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাসুদ পাইলট

বোর্ডে থাকাকালীন প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছে তাকে। বিশেষ করে গ্রাউন্ডসের মানের উন্নতি না হওয়ায় বিস্তর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। তবে সাম্প্রতিক সময়ে বোর্ডের বাইরে তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ সামনে আসায় বিসিবির নির্বাচনে অংশ নেবেন না বলেই ধারণা করা হচ্ছে। ২০১৯ সালে মাহবুব আনামকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক। এ ছাড়া পরের বছর দুদক তাকে জিজ্ঞাসাবাদও করেছিল।


১৯৮৫ সালে খেলা ছাড়ার পর মোহামেডানের প্রতিনিধি হিসেবে সিসিডিএমের সদস্য হয়েছিলেন মাহবুব আনাম। পরবর্তীতে ২০০১ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হোন। সবশেষ কয়েক বছরে কাজ করছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে। একটা সময় বিসিবির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball