বিশ্ব ক্রিকেট যত দূর এগিয়েছে, বাংলাদেশ অনেক পিছিয়ে: মুশফিক

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুশফিকুর রহিম
মঙ্গলবার ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল দেখতে হাজির হয়েছিলেন মুশফিকুর রহিম। আগেরদিনই সেখানে যাওয়ার কথা ছিল এই উইকেটরক্ষক ব্যাটারের। তবে বিসিবির শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে থাকায় সেদিন তিনি সেখানে যেতে পারেননি। এ দিন প্রায় আড়াই ঘণ্টা ক্রিকেটারদের সঙ্গে তিনি।

promotional_ad

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধির পক্ষে কথা বলেছেন মুশফিক। সবাইকে তাদের মানসিকভাবে সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি। সবাই চেষ্টা করলে বাংলাদেশের এই দলটাও অনেক এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুশফিক।


আরো পড়ুন

তামিম-সাকিবদের নিয়ে লিজেন্ডস লিগে খেলতে চান ইমরুল

১২ আগস্ট ২৫
তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ

তিনি বলেন, 'এটা তো অবশ্যই ভালো লাগে। যেটা আমি বললাম যে এর আগেও আমি তাদের সাথে সম্পৃক্ত ছিলাম। তো অনেকদিন পর আবার তাদের কাছে আসতে পারলাম। খুবই ভালো লাগে। একদিক দিয়ে অনেক কষ্টও লাগে কারণ যেটা আমি এর একটু আগেও বললাম যে তাদের ফ্যামিলির লড়াইটা অন্যরকম। তো এটাকে আমরা যতটুকু সাধারণ হিসেবে দেখতে পারি এবং তাদেরকে সবসময় মানসিকভাবে ওই সাপোর্টটা দিতে পারি যে তারাও আমাদের মত একজন মানুষ এবং তারা চাইলেই আমাদের চাইতে আরও দ্বিগুণ ভালো কাজ করতে পারে।'


promotional_ad

এদিকে বিসিবির সঙ্গে কী নিয়ে আলোচনা হয়ে এ বিষয়ে সরাসরি কিছু না বললেও মুশফিকের প্রত্যাশা আগামীর ক্রিকেটারদের জন্য ভালো একটি পরিবেশ তৈরি করে জোর দিয়েছেন তারা। বিশেষ করে তরুণ ক্রিকেটাররা যেন ভালো মাঠে খেলতে পারে এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় বিসিবির কাছে সেই দাবিই জানিয়েছেন তারা।


আরো পড়ুন

বিসিবির আগামী নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম

৭ ঘন্টা আগে
ফাইল ছবি

মুশফিক বলেন, ‘বাস্তবায়ন যত দিন না হবে, এসব বৈঠক ফলপ্রসূ হবে না। আমরা তো ক্যারিয়ারের প্রায় শেষ দিকে, আশা করব, পরের প্রজন্মের জন্য এ রকম পরিবেশ যেন দিতে পারি, যাতে তাঁরা নিয়মিত সব জায়গায় গিয়ে খেলতে পারে। ও রকম মাঠ যেন করে দিয়ে যেতে পারি, অনুশীলনের সুযোগ-সুবিধা দিতে পারি।’


বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের বিচারে খুব একটা এগোয়নি বলেও মন্তব্য করেছেন মুশফিক। তিনি যোগ করেন, ‘বিশ্ব ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, বাংলাদেশ তাঁদের থেকে অনেক পিছিয়ে। এদিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি, তাহলে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball