শ্রীলঙ্কায় সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেবে ইংল্যান্ড

ফাইল ছবি
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলে আইসিসির টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেবেন হ্যারি ব্রুক, জস বাটলাররা।

promotional_ad

দ্য হান্ড্রেড শেষে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ওই সিরিজ শেষেই দ্বিতীয় সারির দল নিয়ে আয়ারল্যান্ড সফরে যাবে তারা। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের পর চলতি বছরের নভেম্বরে অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়াতে যাবেন বেন স্টোকসরা।


আরো পড়ুন

অস্ট্রেলিয়াতে রুট সেঞ্চুরি না করুক, চাওয়া স্মিথের

১৬ আগস্ট ২৫
ফাইল ছবি

জানুয়ারির শুরুতে সংক্ষিপ্ত সংস্করণের কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই ইংল্যান্ড। তবে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় সফর করবে ইংলিশরা। আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ীই লঙ্কা দ্বীপে যাওয়ার কথার ছিল ব্রুকদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিরিজটা কাজে লাগাতে চায় ইসিবি।


promotional_ad



আরো পড়ুন

সবধরনের ক্রিকেট থেকে ৫ বছর নিষিদ্ধ শ্রীলঙ্কান ক্রিকেটার

১৬ আগস্ট ২৫
ফাইল ছবি

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ওয়ানডে সিরিজ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে ইংল্যান্ডের। ২২, ২৪ এবং ২৭ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, চারিথ আসালাঙ্কা ও ব্রুক-বাটলাররা। টি-টোয়েন্টি ম্যাচগুলো জবে ৩০ জানুয়ারি, ১ ও ৩ ফেব্রুয়ারি।


যদিও এখনো পর্যন্ত ভেন্যু চূড়ান্ত করা হয়নি। ২০১০ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। তবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া সবশেষ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ে তারা। সেরা চারের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি ইংলিশরা। আইপিএলে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২৬ বিশ্বকাপে ভালো করতে মুখিয়ে থাকবেন ক্রিকেটাররা।


ম্যাচতারিখ
প্রথম ওয়ানডে২২ জানুয়ারি
দ্বিতীয় ওয়ানডে২৪ জানুয়ারি
তৃতীয় ওয়ানডে২৭ জানুয়ারি
প্রথম টি-টোয়েন্টি৩০ জানুয়ারি
দ্বিতীয় টি-টোয়েন্টি১ ফেব্রুয়ারি
তৃৃতীয় টি-টোয়েন্টি৩ ফেব্রুয়ারি


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball