হেটমায়ারের হ্যাটট্রিক ম্যান অফ দ্য ম্যাচে সিয়াটলের হ্যাটট্রিক জয়

ছবি: শিমরন হেটমায়ার

ফ্লোরিডায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি সান ফ্রান্সিসকো। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই ফেরেন অস্ট্রেলিয়ান ম্যাথু শর্ট। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে ধাক্কা সামাল দেন ফিন অ্যালেন ও জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। তারা দুজনে মিলে যোগ করেন ৪৯ রান। নিউজিল্যান্ডের অ্যালেন ২৩ রানে ফিরলে ভাঙে জুটি। একটু পর অবশ্য আউট হয়েছেন ফ্রেজার-ম্যাকগার্কও। ২২ বলে ৩৫ রান করা অস্ট্রেলিয়ানকে ফেরান সিকান্দার রাজা।
নিউ ইয়র্কের নতুন অধিনায়ক পুরান
১১ জুন ২৫
পরবর্তীতে সান ফ্রান্সিসকোকে টেনেছেন সঞ্জয় কৃষ্ণমুর্তি ও টিম সেইফার্ট। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও সেটা হয়ে উঠেনি। ওয়াকার সালামখিলের বলে আউট হওয়ার আগে ৪ ছক্কায় ২৮ বলে ৪১ রান করেছেন সঞ্জয়। সেইফার্ট অবশ্য প্রত্যাশা মিটিয়ে রান তুলতে পারছিলন না। নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার অপরাজিত ছিলেন ৩৭ বলে ৩২ রান করে। শেষের দিকে হাসান খান ১৪ ও রোমারিও শেফার্ড অপরাজিত ছিলেন ৩ বলে ১৩ রানে। সিয়াটলের হয়ে দুটি উইকেট নিয়েছেন আয়ান দেশাই।

জয়ের জন্য ১৬৯ রান তাড়ায় তৃতীয় ওভারেই ফেরেন স্টিভেন টেলর। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি যুক্তরাষ্ট্রের ওপেনার। তিনে নামা কাইল মেয়ার্স ৮ বলে ৩ রান করে আউট হয়েছেন। অধিনায়ক রাজাও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ১৪ বলে ১১ রানে আউট হয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার। বাকিরা ভালো করতে না পারলেও শায়ান জাহাঙ্গীর একাই টেনে নিয়ে যাচ্ছিলেন। ২৭ বলে ৩৬ রান করা ওপেনারকে ফেরান কারিমা গোরে।
৯.৩ ওভারে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিয়াটল। দলের রান একশ হওয়ার আগে হেনরিখ ক্লাসেন ফিরে গেলে আরও বিপদে পড়ে তারা। তবে সবশেষ দুই ম্যাচের মতোও এবারও সিয়াটলের হাল ধরেন হেটমারয়ার। ফ্লোরিডায় রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন তিনি। ৭ ছক্কায় খেলেন অপরাজিত ৭৮ রানের ইনিংস। প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে হারলেও হেটমায়ারের ব্যাটে টানা তৃতীয় জয় পেল তারা।