নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ সফর বিশ্বকাপের পারফেক্ট প্রস্তুতি

ছবি: সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস, ক্রিকফ্রেঞ্জি

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথাা ছিল ভারতের। তবে সরকারের সবুজ সংকেত না পাওয়া বাংলাদেশ সফর ১৩ মাস পিছিয়ে দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারত না আসায় এশিয়া কাপের প্রস্তুতি নিতে বেশ কয়েকটি ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করে বিসিবি।।
বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না: এডওয়ার্ডস
২ ঘন্টা আগে
সিরিজ খেলতে ২৭ আগষ্ট সকালে ঢাকায় পা রাখে ডাচরা। পরবর্তীতে ঢাকায় থেকে সিলেটে আসে সফরকারীরা। মাঠের লড়াইয়ের আগে ২৮ আগষ্ট সিলেটে অনুশীলন শুরু করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকমাস বাকি থাকলেও সেই অনুশীলন দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু হয়ে গেছে রায়ান কুকের দলের। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস জানিয়েছেন, তাদের প্রথম লক্ষ্যই ছিল এশিয়াতে ম্যাচ খেলা।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নেদারল্যান্ডসের অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করার জন্য আমাদের প্রথম লক্ষ্য ছিল এশিয়াতে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেয়া। আমি মনে করি বাংলাদেশের মতো মানসম্পন্ন একটি দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ আমাদের প্রস্তুতির জন্য একদম পারফেক্ট।’
টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন সিলেটে
২৭ আগস্ট ২৫
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশ সফরে এসেছে নেদারল্যান্ডস। সবশেষ ২০১১ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে ম্যাচ খেলেছে তারা। বাংলাদেশে হওয়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতটি ম্যাচ খেললেও টাইগারদের বিপক্ষে তাদের কোনো খেলা ছিল না। বাংলাদেশের মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে তাই মুখিয়ে আছেন এডওয়ার্ডস। সেই ডাচ অধিনায়ক মনে করেন, তাদের মতো বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতিটাও ভালো হবে।
এডওয়ার্ডস বলেন, ‘হ্যাঁ, আমাদের জন্য খুবই রোমাঞ্চকর। আমার মনে হয় বিসিবি আমাদের এখানে খেলার যে সুযোগটা দিয়েছে সেটা দারুণ। বিশ্বকাপের আগে আমাদের জন্য দারুণ একটা প্রস্তুতি হবে। এমনকি এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের জন্যও ভালো হবে। আমরা সবাই মুখিয়ে আছি।’