ভারতের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান পূজারা

চেতেশ্বর পূজারা, ফাইল ফটো
ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী ভারতের সদ্য সাবেক ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের ক্রিকেটের জন্য যেকোনও ভূমিকায় কাজ করতে প্রস্তুত এই ব্যাটার।

promotional_ad

গত ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন পূজারা। অবসরের পর সম্প্রচারমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার জন্য ব্রডকাস্টিং কাজটিও তিনি চালিয়ে যেতে চান।


আরো পড়ুন

সব ফরম্যাটের ক্রিকেট থেকে পূজারার বিদায়

২৪ আগস্ট ২৫
চেতেশ্বর পূজারা, ফাইল ফটো

পূজারা বলেন, 'আমি সম্প্রচারের কাজটা বেশ উপভোগ করছি, কাজেই এটা চালিয়ে যাব। কোচিং হোক বা এনসিএ-তে (বিসিসিআইয়ের প্রশিক্ষণ কেন্দ্র) কোনো দায়িত্ব হোক, আমি খোলা মনে সেটি বিবেচনা করব। এখনই খুব বেশি ভাবিনি (কোচ হওয়া নিয়ে), তবে ভবিষ্যতে সুযোগ এলে সিদ্ধান্ত নেব। আগেও বলেছি, ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চাই। যেভাবেই হোক, দেশের ক্রিকেটে অবদান রাখতে পারলে আমি খুশি হব।'


promotional_ad

ক্রিকেট ক্যারিয়ারে পরিবার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তা জানাতে ভোলেননি পূজারা। বাবা অরবিন্দ পূজারা, প্রয়াত মা রীনা পূজারা এবং স্ত্রী পূজা পাবারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


আরো পড়ুন

৩ ধাপে সুস্থ হয়ে ভারত দলে ফিরলেন সূর্যকুমার

২৭ আগস্ট ২৫
সূর্যকুমার যাদব, ফাইল ফটো

পূজারা বলেন, 'আমার বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছি, বিশেষ করে তার ক্রিকেটের প্রতি নিষ্ঠা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। আমার মা, যিনি ক্যানসারে মারা যান যখন আমি ১৭, তিনিও জীবনের অনেক মূল্যবান শিক্ষা দিয়েছেন। আর আমার স্ত্রী পূজা—তিনি একটি বইও লিখেছেন, যেখানে বলেছেন একজন ক্রিকেটারকে সফল হতে হলে অনেক মানুষের সহযোগিতা প্রয়োজন।'


চেতেশ্বর পূজারা ভারতের হয়ে ১০৩টি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলেছেন। ২০২৩ সালের জুনে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়। টেস্টে সাত হাজার ১৯৫ রান করেছেন ৪৩.৬০ গড়ে, যার মধ্যে রয়েছে ১৯টি শতরান ও ৩৫টি হাফ সেঞ্চুরি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball