বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না: এডওয়ার্ডস

ছবি: সংবাদ সম্মেলনে স্কট এডওয়ার্ডস, ক্রিকফ্রেঞ্জি

এরপর থেকে খেলা শুরু করা লিটন দাস এখন বাংলাদেশ দলের অধিনায়ক। ডাচ দলেও রয়েছে পরিবর্তনের ছোঁয়া। স্কট এডওয়ার্ডস বাদে বাংলাদেশের মাটিতে আর খুব বেশি ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা নেই। তবে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নেদারল্যান্ডকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স।
নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ সফর বিশ্বকাপের পারফেক্ট প্রস্তুতি
৩ ঘন্টা আগে
নিজেদের ফর্ম নিয়ে এডওয়ার্ডস বলেছেন, 'এটা অবশ্যই ভিন্ন ফরম্যাট, ভিন্ন দেশ। তবে যেকোনো সময় আপনি কোনো দেশের বিপক্ষে ভালো রেকর্ড বা জয় পান, এটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আমি মনে করি, দুই দলেরই আগের দল থেকে অনেক পরিবর্তন এসেছে। তবে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি, আত্মবিশ্বাসও আছে।'

উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য বাংলাদেশে খেলা নিঃসন্দেহে চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ সিরিজ শুরুর আগেই টের পাচ্ছেন ডাচ অধিনায়ক। তবে দ্রুতই বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান তারা। বিশেষ করে তরুণ যারা আছেন তাদের সঙ্গে পূর্ব অভিজ্ঞতার ভাগাভাগি করে নিতে চান এডওয়ার্ডসরা।
স্কুল থেকে নতুন সাকিব-তামিমদের খুঁজে বের করতে চান বুলবুল
৪ ঘন্টা আগে
ডাচ অধিনায়ক বলেছেন, 'হ্যাঁ, একদমই। আমি মনে করি, বেশিরভাগ সময়ই যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নিই, তখন প্রথম ম্যাচের আগে আপনি সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিসই পান। আমাদের অনেক খেলোয়াড়ই উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রাখে। তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাব, আর যারা নতুন, তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই কঠিন—বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগতে থাকে।'
চলতি বছর দারুণ সময় কাটাচ্ছে নেদারল্যান্ডস। তারা জুলাই মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ কোয়ালিফায়ারে ইতালি ও গার্নসির বিপক্ষে বড় জয় পেয়েছে, যেখানে ইতালিকে ৯ উইকেটে এবং গার্নসিকে ৭৩ রানে হারিয়ে দিয়েছে দলটি। যদিও স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হারের মেনে নিতে হয় তাদের।
এর আগে জুন মাসে নেপালের বিপক্ষে একটি ঐতিহাসিক ম্যাচে তারা তিনটি সুপার ওভারে জয়লাভ করে, যা পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের তিনটি সুপার ওভার দেখতে পায় সবাই। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নেদারল্যান্ডস। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে সেই প্রস্তুতি সারবে ডাচরা।