
বুলবুলের জন্য পদ ছেড়ে দিয়ে আশরাফুল বললেন, ‘আমার কোনো সমস্যা নাই’
সবশেষ জুলাইয়ে গঠিত ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে ছিলেন মোহাম্মদ আশরাফুল। দুই মাসের ব্যবধানে আবারও নতুন করে অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে নতুন সেই কমিটিতে নেই আশরাফুলের নাম। বাংলাদেশের সাবেক অধিনায়কের জায়গায় যুক্ত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া সাথিরা আক্তার জেসির পরিবর্তে ঢাকা জেলার অ্যাডহক কমিটিতে যুক্ত করা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে।