ক্রিকেটাররা এখন জিতলেই খুশি হয়ে যাচ্ছে না: বুলবুল

ছবি: আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকফ্রেঞ্জি

শ্রীলঙ্কা সফরে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে একই ব্যবধানে জিতে টিম টাইগার্স। নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টির পর ওয়ানডে খেলতে চান বুলবুল
২ সেপ্টেম্বর ২৫
টি-স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, 'এটার কৃতিত্ব প্রথমে প্লেয়ারদের, সাপোর্ট স্টাফদের, বোর্ডের এবং সবার আগে সমর্থকদের। আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে তিনটা টিম যদি ভালো না খেলে তাহলে ভালো পারফরম্যান্স আসে না।'
'তিনটা টিম বলতে বোঝাচ্ছি আমরা যারা বোর্ডের টেবিলে কাজ করি, যারা ডাগ-আউটে বসে থাকে আর যারা মাঠে খেলে। এই তিনটা টিমের সংমিশ্রণ বা বোঝাপড়াটা যখন ভালো হয় তখন দল ভালো খেলে। এ কারণেই আমরা তিনটা সিরিজ জিতলাম। তবে কৃতিত্ব ছেলেদেরই দিতে হবে।'

এশিয়া কাপে গ্রুপ পর্বেই থামবে বাংলাদেশের যাত্রা, ভবিষ্যদ্বাণী আকাশের
২ ঘন্টা আগে
এশিয়া কাপের আগে এমন সিরিজ জয় বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে বলেও বিশ্বাস করেন বুলবুল। ক্রিকেটাররা আত্মতুষ্টিতে ভুগছে না, ভালো খেলেও নিজেদের পারফরম্যান্সে সহজেই খুশি হয়ে যাচ্ছে না- এসব মনে ধরেছে তার।
বুলবুল আরো বলেন, 'সামনে এশিয়া কাপ আছে, এরপর বিশ্বকাপ আছে। একটার পর একটা খেলা আসতেই থাকে। উন্নতিও আসতে থাকে। ভারত সিরিজ বাতিল হওয়ার পর আমরা এই সিরিজ আয়োজন করতে চাই যেন ওরা খেলার মধ্যে থাকে। তাদের মধ্যেও প্রতিযোগিতামুলক ক্রিকেটের একটা আবহ যেন থাকে।'
'আমি দেখছি যে জিতলেই ওরা এখন খুশি হয়ে যাচ্ছে না। উন্নতির কী কী জায়গা আছে ওরা ওটা নিয়ে কোচদের সাথে কথা বলছে। ওরা একটা দল হিসেবে এগিয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে খেলার মধ্যে আছে এবং এশিয়া কাপের আগে একটা ভালো প্রস্তুতি হয়ে গেল।'