সিরিজ হেরেও বিশ্বকাপের ‘ভালো প্রস্তুতির’ তৃপ্তি পাচ্ছে নেদারল্যান্ডস

ছবি: নেদারল্যান্ডস দল, ক্রিকফ্রেঞ্জি

এ ছাড়া আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর বিপক্ষে কালেভদ্রে খেলার অভিজ্ঞতা পায় ডাচরা। তাই বাংলাদেশ সিরিজ ছিল তাদের শেখার মঞ্চ। নেদারল্যান্ডসের পেসার কাইল ক্লেইন মনে করেন তারা প্রথম দুই টি-টোয়েন্টিতে যেভাবে খেলেছেন ইতিবাচক কিছু খুঁজে পাওয়া বেশ কঠিন। তবে এই অভিজ্ঞতা তাদের বিশ্বকাপে কাজে লাগবে।
নেতা যখন পারফর্ম করে না, দল মানসিকভাবে ভেঙে পড়ে: লিটন
৪ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ' এটা স্পষ্ট যে আমরা প্রথম দুই ম্যাচে এতটাই খারাপ খেলেছি যে খুব বেশি ইতিবাচক দিক খুঁজে পাওয়া কঠিন। কিন্তু আমি মনে করি আমরা এমন একটা দল যারা শিখতে ভালোবাসে এবং দল হিসেবে একসাথে থাকতে পছন্দ করে। তাই আমি মনে করি আমরা এই শিক্ষাকেই সাথে নিয়ে এগিয়ে যাব।'

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই বাজেভাবে হেরেছে নেদারল্যান্ডস। বৃষ্টির কারণে শেষ ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। ফলে ২-০ ব্যবধানের হার মাথায় নিয়ে দেশে ফিরতে হচ্ছে ডাচদের। তবে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দারুণ অর্জন মনে করছেন ক্লেইন।
‘এমন না যে সবাইকেই প্রতিদিন ব্যাটিং করতে হবে’, টস বিতর্ক নিয়ে লিটন
৪ ঘন্টা আগে
তিনি বলেন, 'আমরা যতটা ভালো খেলতে চেয়েছিলাম, ততটা পারিনি। আমার মনে হয় ফলাফলেই সেটা পরিষ্কার। কিন্তু এটা আমাদের জন্য একটা দারুণ শেখার সুযোগ ছিল এবং আগামী বছরের বিশ্বকাপের জন্য এটা খুব ভালো একটা প্রস্তুতি।'
বিশ্বকাপের দল বেছে নিতে এই সিরিজ বড় ভূমিকা রাখবে জানিয়ে এই ডাচ পেসার বলেন, 'আমরা অবশ্যই অভিজ্ঞ খেলোয়াড়দের অভাব অনুভব করেছি। তবে এটাও তরুণদের জন্য নিজেদের প্রমাণ করার এবং কিছু পারফরম্যান্স দেখানোর একটা দারুণ সুযোগ। আর আমি মনে করি এটা বিশ্বকাপের জন্য খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে আমাদের আরও স্পষ্ট ধারণা দেবে।'