সিলেটে বিসিবির সভা, জুমে যোগ দেবেন পরিচালকরা

ছবি: বিসিবি

তবুও নির্বাচন যে হচ্ছেই সেটার নিশ্চয়তা দিতে পারেনি কেউ। এমন আলাপের মাঝেই সিলেটে বোর্ড সভা ডাকে বিসিবি। সব ঠিক থাকলে ১ সেপ্টেম্বর দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে হবে বিসিবির পরিচালনা পর্ষদের পরবর্তী সভা। সেইখানে আলোচ্য বিষয় হতে পারে বিসিরি আগামী নির্বাচনের। ধারণা করা হচ্ছে, সভা থেকেই আসতে পারে নির্বাচনের রোডম্যাপ।
বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বুলবুল
১৩ ঘন্টা আগে
নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি কবে নাগাদ তফসিল ঘোষণা করা হবে এসব নিয়ে বিস্তর আলাপ হবে। যদিও এখন পর্যন্ত বিসিবি সভাপতি বুলবুল ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ছাড়া কেউই সিলেটের পথ ধরেননি। সিলেটে হতে যাওয়া সভায় অবশ্য তারা দুজনই কেবল উপস্থিত থাকবেন।

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বাকি ৮ পরিচালকের সবাই জুমে সভায় যোগ দেবেন। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। নির্বাচনের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও আলোচনা হতে পারে। গত জুলাইয়ে বিপিএলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দেয়ার কথা জানায় বিসিবি। পাঁচটি প্রতিষ্ঠান আবেদন করলেও কারা দায়িত্ব পেতে যাচ্ছে সেটা নিশ্চিত করেনি বিসিবি। সেটা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
কথা রাখলেন না লিটনরা
১১ ঘন্টা আগে
জানা গেছে, আগামী তিন বিপিএলের জন্য পরামর্শক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আইএমজি। লম্বা সময় আইপিএলে কাজ করার অভিজ্ঞতা থাকায় তাদের বেছে নিয়েছে বিসিবি। এ ছাড়া বিপিএল কবে শুরু হবে এবং ড্রাফট কবে সেই সিদ্ধান্ত আসতে পারে সভা থেকে। বিপিএলের আগামী আসর থেকে একটি ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সেই তালিকায় আছে রাজশাহী, বরিশাল, খুলনা ও বগুড়া। তাদের চারটির ভেতর থেকে কাকে বেছে নেয়া হবে সেটা নিয়েও আলোচনা হতে পারে। মাঠে প্রস্তুত না হওয়ায় বিপিএলে আয়োজনে একটু পিছিয়ে রয়েছে রাজশাহী ও বরিশাল। বিপিএলের মতো টুর্নামেন্ট আয়োজনের জন্য খুলনাও প্রস্তুত হবে কিনা সেটা নিয়ে খানিকটা সংশয় আছে। এসবের বাইরে সাইমন টাফেল বাংলাদেশে আসছেন কিনা সেই বিষয়েও আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।