নিউজিল্যান্ড ক্রিকেটের বড় দায়িত্বে ম্যাকমিলান

নিউজিল্যান্ডের অনুশীলনে ম্যাকমিলান
নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের পূর্ণকালীন সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রেইগ ম্যাকমিলান। ৪৮ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার গত ১২ মাস ধরে খণ্ডকালীন চুক্তিতে কিউই মেয়েদের দলে কাজ করছিলেন। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের শিরোপাজয়ী দলের অংশ ছিলেন তিনি।

promotional_ad

ম্যাকমিলান হেড কোচ বেন সয়ারের অধীনে ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে কাজ চালিয়ে যাবেন। এই সপ্তাহ থেকেই তার পূর্ণকালীন চুক্তি কার্যকর হচ্ছে। এর ফলে ম্যাকমিলানকে গণমাধ্যম ও বিশ্বের বিভিন্ন জায়গার অন্যান্য কোচিং দায়িত্ব থেকে সরে আসতে হবে। ম্যাকমিলান অবশ্য এই দায়িত্ব পেয়ে দারুণ খুশি।


তিনি এক বিবৃতিতে বলেছেন, 'হোয়াইট ফার্নসের সঙ্গে এই ভূমিকায় থাকতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। নারী ক্রিকেট প্রতিনিয়ত শক্তিশালী হয়ে উঠছে এবং আমাদের প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ চালিয়ে যেতে।'


promotional_ad

তিনি আরও বলেন, 'তাদের লক্ষ্য পূরণে সহায়তা করতে আমি উন্মুখ। গত এক বছর এত দ্রুত কেটে গেছে, আর দলের অংশ হয়ে প্রতিটি মুহূর্ত আমি দারুণ উপভোগ করেছি। আমরা একে অপরকে চ্যালেঞ্জ করছি, উন্নতি করছি এবং বিশ্বমঞ্চে বিশেষ কিছু অর্জন করছি।'


ঘরের মাঠে ২০০০ সালে নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এবার আরও একটি বিশ্ব শিরোপা ঘরে তোলার আকাঙ্কার কথা জানিয়েছেন ম্যাকমিলান। এবারের বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। এই টুর্নামেন্টের জন্য বেশ ভালো প্রস্তুতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।


এই কোচ বলেন, '৫০ ওভারের বিশ্বকাপের আগে এটি ব্যস্ত সময় ছিল। আমরা বেশ কয়েকটি ক্যাম্প করেছি, যার মধ্যে একটি ছিল চেন্নাইয়ে। সেখানে খেলোয়াড়রা ভারতীয় কন্ডিশনের অভিজ্ঞতা পেয়েছে, যা তারা অক্টোবর-নভেম্বর বিশ্বকাপে মুখোমুখি হবে। দলটি আবার ভারতে গিয়ে আরেকটি বিশ্বকাপে লড়াই করতে মুখিয়ে আছে।'


নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে ১০ সেপ্টেম্বর। তারা তাদের অভিযান শুরু করবে ১ অক্টোবর ইন্দোরে প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮টি দল অংশ নিচ্ছে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ফলে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball