
আরো ৬ বছর আইপিএল খেলতে চান রাসেল
দলে তার জায়গা নিয়ে উঠেছিল প্রশ্ন। ফর্মে না থাকায় সমালোচনার তীর ছুটেছিল আন্দ্রে রাসেলের দিকেই। কিন্তু রবিবার ঠিক যেন পুরনো রাসেলকেই দেখা গেল। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার মাত্র ২৫ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসে ম্যাচের রং পাল্টে দিলেন একাই। সেই সঙ্গে নিজের থাকা না-থাকা নিয়ে চলা বিতর্কের জবাব দিলেন ব্যাটে।