আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বিতর্কে গিল

ফ্র্যাঞ্চাইজি লিগ
আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বিতর্কে গিল
আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বিতর্কে শুভমান গিল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছে গুজরাট টাইটান্স। ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শুভমান গিল। ৩৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

তবে ম্যাচে নজর কাড়ে গিলের আচরণও। আম্পায়ারের সঙ্গে দুইবার তর্কে জড়ান তিনি। একবার নিজের বিতর্কিত রানআউট নিয়ে, আরেকবার ফিল্ডিংয়ের সময় এলবিডব্লিউ রিভিউ নিয়ে। দুটি ক্ষেত্রেই তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

প্রথম ঘটনায় হার্শাল প্যাটেলের থ্রো'য়ে রানআউট হন গিল। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারির সঙ্গে কথা বলেন তিনি। রিপ্লে'তে স্টাম্প ভাঙা নিয়ে স্পষ্টতা ছিল না।

দ্বিতীয়বার, হায়দরাবাদ ইনিংসের ১৪তম ওভারে এলবিডব্লিউ আবেদন রিভিউয়ে 'আম্পায়ার্স কল' দেখা গেলে, সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন গিল। আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা চালিয়ে যান, পরে অভিষেক শর্মা এসে তাকে থামান।

ম্যাচ শেষে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে গিল বলেন, 'আসলে এটা ছোটখাটো একটা কথোপকথন ছিল। যখন আপনি ১১০ ভাগ দেন, তখন আবেগ কিছুটা চলে আসে। মাঠে কখনো কখনো সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়।'

এই ঘটনার পর গুজরাট টাইটানস ফেয়ারপ্লে তালিকায় ১০ দলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। ১০ ম্যাচে তাদের গড় স্কোর ৮.৮, যেখানে শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের গড় ১০.৪।

আরো পড়ুন: শুভমান গিল