
ইসাকের সেঞ্চুরিতে বাংলাদেশকে হারাল ইংল্যান্ড
প্রথম একদিনের ম্যাচে সেঞ্চুরি মিস করেছিলেন ৭৫ রানের ইনিংস খেলা ইসাক মোহাম্মেদ। বাঁহাতি ওপেনারের সেঞ্চুরি মিসে সেদিন তাঁর দলও হেরেছে। দ্বিতীয় একদিনের ম্যাচে অবশ্য এমন ভুল করলেন না। ৯ ছক্কা ও ৬ চারে ৯৫ খেললেন ১০৪ রানের ইনিংস। ইসাকের এমন ব্যাটিংয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলও সহজ জয় পেয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল ইংলিশ যুবারা।