৮ উইকেটের জয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ
৮ উইকেটের জয়ে ফাইনালে বাংলাদেশ
জিম্বাবুয়ে ক্রিকেট
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কোপাওয়াশে মুরাজিকে মোহাম্মদ আব্দুল্লাহর হাতে ক্যাচ বানিয়ে শুরু করেছিলেন ইকবাল হোসেন ইমন। পরবর্তীতে লেরয় চিওয়ালা এবং কিয়ান ব্লিগনাটকে ফিরিয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন ডানহাতি এই পেসার। ইমনের ২৭ রানে ৪ উইকেট নেয়ার দিনে দুইটি করে উইকেট পেয়েছেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম।

জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানে আটকে দিয়ে আজিজুল হাকিম তামিম, রিজান হোসেন ও কালাম সিদ্দিকী অ্যালিনের ব্যাটে সহজ জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ৮ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সফরকারীরা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়ের জন্য ৯০ রান তাড়ার ম্যাচে জাওয়াদ আবরারকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। নিয়মিত ওপেনার রিফাত বেগের সঙ্গে এদিন ওপেনিং করেছেন আজিজুল তামিম। যদিও তাদের দুজনের উদ্বোধনী জুটি এক ওভারের বেশি টেকেনি। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে শেলটন মাজভিতোরেরার দারুণ এক ডেলিভারিতে আউট হয়েছেন রিফাত।

পরবর্তীতে কালামকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন আজিজুল। তারা দুজনেই শুরু থেকে আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন। ইনিংসের পঞ্চম ওভারে ৪ চারে ১৬ বলে ২০ রান করা কালামকে ফিরিয়ে জুটি ভাঙেন শেলটন। দুই উইকেট হারানোর পর আজিজুল ও রিজান মিলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। ফাইনালে ওঠার দিনে আজিজুল ৪৭ ও রিজান ২১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ইমন ও সানজিদের দারুণ বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন ন্যাথানিয়েল লাবাগানা। ২০ রান এসেছে উইকেটকিপার ব্যাটার ব্র্যান্ডন এনদিওয়ানির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ইমন চারটি, সানজিদ ও স্বাধীন দুইটি করে উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল