
৮ উইকেটের জয়ে ফাইনালে বাংলাদেশ
কোপাওয়াশে মুরাজিকে মোহাম্মদ আব্দুল্লাহর হাতে ক্যাচ বানিয়ে শুরু করেছিলেন ইকবাল হোসেন ইমন। পরবর্তীতে লেরয় চিওয়ালা এবং কিয়ান ব্লিগনাটকে ফিরিয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন ডানহাতি এই পেসার। ইমনের ২৭ রানে ৪ উইকেট নেয়ার দিনে দুইটি করে উইকেট পেয়েছেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম।