বড় জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা

সানরাইজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা। তাদের হয়ে সর্বোচ্চ ৭৯ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক বুলবুলিয়া। এ ছাড়া পল জেমস ২৪ ও ড্যানিয়েল বসম্যান ১৭ রান করেছেন। সাউথ আফ্রিকাকে ১৫৫ রানে গুটিয়ে দেয়ার দিনে ইমন ও স্বাধীন তিনটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন আজিজুল হাকিম তামিম, রিজান হোসেন ও দেবাশীষ সরকার।
ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের যুবাদের দল ঘোষণা
১০ জুলাই ২৫
এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ইনিংসের সপ্তম ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বেসনের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে টপ এজ হয়ে ফিরেছেন রিফাত। ১৬ রান করে আউট হয়েছেন বাঁহাতি এই ওপেনার। তবে শুরু থেকেই দারুণ ব্যাটিং করছিলেন জাওয়াদ। পাওয়ার প্লে আর কোন উইকেট না হারিয়ে ৫৬ রান তোলে সফরকারীরা। তিনে নেমে দেখেশুনে খেলতে থাকেন আজিজুল হাকিম তামিম।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা জাওয়াদ হাফ সেঞ্চুরি পেয়েছেন সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেও। বান্দিলে এমবাতার ফুলার লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভার দিয়ে চার মেরে ৪২ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ওপেনার। চার বলের ব্যবধানে তিন চার মেরে বাংলাদেশের রান একশ পার করেছেন জাওয়াদ। তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙেন জেসন রোলেস। বাঁহাতি স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন আজিজুল হাকিম। ২৬ রান করা বাংলাদেশ অধিনায়কের বিদায়ে ভাঙে ৮২ রানের জুটি।
ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার
১৪ জুলাই ২৫
রিজান ও জাওয়াদ মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। দারুণ ব্যাটিং করলেও ৭০ রানের ইনিংস খেলে ফিরতে হয় জাওয়াদকে। পরবর্তীতে বাংলাদেশের হাল ধরেন রিজান ও মোহাম্মদ আব্দুল্লাহ। ৪৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রিজান। পঞ্চাশ ছোঁয়ার পরই অবশ্য ফিরতে হয়েছে তাকে। ড্যানিয়েল বসম্যানের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে আউট হওয়া ডানহাতি ব্যাটার ৪২ রান করেছেন। রিজানের বিদায়ে ভাঙে আব্দুল্লাহর সঙ্গে ৯৩ রানের জুটি।
একটু পর ৬৪ বলে হাফ সেঞ্চুরি করেন আব্দুল্লাহও। শেষের দিকে দ্রুত রান তোলার চেষ্টায় ফিরতে হয়েছে তাকে। জেজে বেসনের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ৬৩ রানের ইনিংস খেলে। বাকিদের কেউই সেভাবে কিছু করতে পারেননি। তিন হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার হয়ে ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন বেসন। একটি করে উইকেট পেয়েছেন এমবাতা ও রোয়েলস।