৫ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশের যুবারা

ছবি: বিসিবি

শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে ফেরার পর মাসখানেক মাঠের বাইরে ছিলেন আজিজুল হাকিম-জাওয়াদরা। চলতি মাসেই তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে সাউথ আফ্রিকা সফরে গেছেন বাংলাদেশের যুবারা। ইতোমধ্যে দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। সাউথ আফ্রিকা সফর শেষে জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ।
সাউথ আফ্রিকায় বাংলাদেশের যুবাদের সিরিজ জয়
১৯ জুলাই ২৫
সাউথ আফ্রিকা, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ খেলবেন বাংলাদেশের তরুণরা। জিম্বাবুয়ে থেকে ফিরেই ৫ ম্যাচের একদিনের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবেন আজিজুল হাকিমরা। ৫ সেপ্টেম্বর লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রথম একদিনের ম্যাচ।

একই মাঠে ৭ সেপ্টেম্বর হবে দ্বিতীয় একদিনের খেলা। ব্রিস্টলের সিট ইউনিক মাঠে হবে তৃতীয় ম্যাচ, ১০ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর। শেষের দুই ম্যাচ হবে বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলে দেশে ফিরবেন বাংলাদেশের যুবারা।
ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচিঃ—
ম্যাচ | তারিখ | ভেন্যু |
প্রথম একদিনের ম্যাচ | ৫ সেপ্টেম্বর | লাফবোরো |
দ্বিতীয় একদিনের ম্যাচ | ৭ সেপ্টেম্বর | লাফবোরো |
তৃতীয় একদিনের ম্যাচ | ১০ সেপ্টেম্বর | ব্রিস্টল |
চতুর্থ একদিনের ম্যাচ | ১২ সেপ্টেম্বর | বেকেনহাম |
পঞ্চম একদিনের ম্যাচ | ১৪ সেপ্টেম্বর | বেকেনহাম |