মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল: ব্রুক

ছবি: ইংল্যান্ড দল, ফাইল ফটো

টেস্টের বেশ কিছু মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই ও শরীরী ভাষার প্রকাশ স্পষ্ট ছিল। সময় নষ্ট করার জন্য ভারতের অধিনায়ক শুভমান গিল ইংল্যান্ডের ওপেনারদের ওপর চড়া হন। পেসার মোহাম্মদ সিরাজ উইকেট পাওয়ার পর বেন ডাকেটকে উদ্দেশ করে উদযাপন করেন খুব কাছে গিয়ে।
রুটকে ছাড়িয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রুক, ক্যারিয়ার সেরা রেটিং গিলের
৯ জুলাই ২৫
এমন প্রেক্ষাপটে ইংল্যান্ড দল মাঠেই কৌশল ঠিক করে। ব্রুক বলেন, ‘আমরা একটা ছোট্ট বৈঠক করেছিলাম। ভেবেছিলাম, আমরা একটা দল তাহলে সবাই একসঙ্গে মিলে ওদের ফিরতি জবাব দিই। এতে ওদের ওপর আরও একটু চাপ তৈরি হয়।’
তিনি আরও বলেন, ‘অনেকেই প্রশংসা করেছেন। সবাই বলেছে, দেখতে দারুণ লেগেছে। মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল। বেশ মজাই লেগেছে… যদিও ক্লান্তিকর ছিল, কিন্তু এই উত্তেজনাই ফিল্ডিংকে অনেক বেশি উপভোগ্য করে তুলেছিল।’

৮ বছর পর টেস্ট দলে ডসন
২১ জুলাই ২৫
ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট ব্রুক। প্রথম টেস্টে এক রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দ্বিতীয় টেস্টে তুলে নেন শতক। তার মতে, এখনও সিরিজে অনেক কিছু বাকি। চতুর্থ টেস্ট সামনে রেখে ভারতকে হালকাভাবে নিচ্ছেন না এই ডানহাতি ব্যাটার।
তার ভাষায়, ‘ভারত দারুণ একটি দল, যেকোনো মুহূর্তে তারা ফিরে আসতে পারে… এখন পর্যন্ত প্রতিটি ম্যাচই শেষ ঘণ্টা পর্যন্ত গড়িয়েছে, যেটা সচরাচর দেখা যায় না।’
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট শুরু বুধবার। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।