পুরো বছর জুড়েই অবিশ্বাস্য ফিনিশিংয়ের কল্পনা করেছিলেন আশুতোষ
দিল্লি ক্যাপিটালসকে রীতিমতো অবিশ্বাস্য এক ম্যাচই জিতিয়েছেন আশুতোষ শর্মা। অসাধারণ এক ইনিংস খেলার পর তিনি জানালেন, এমন কিছুর পরিকল্পনা তিনি পুরো বছর ধরেই করে আসছিলেন। দারুণ ইনিংসের পর ম্যাচসেরার পুরষ্কারটি 'মেন্টর' শিখর ধাওয়ানকে উৎসর্গ করেন তিনি।
25 Mar 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক