চিপকের জিততে পারা সব সময়ই বিশেষ অনুভূতির: রজত
২০০৮ সালের পর প্রথম বার চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক রজত পাতিদার। ম্যাচে জস হ্যাজেলউড তিন উইকেট নিলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন স্পিনাররা। তাদের আলাদাভাবে কৃতিত্ব দিচ্ছেন রজত। চিপকে জয় পাওয়াটাকে 'বিশেষ' দাবি করছেন তিনি।
29 Mar 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক