৬ ম্যাচ ধরেই পকেটে চিরকুট নিয়ে ঘুরছেন অভিষেক
ব্যাক্তিগত ২৮ রানেই আউট হয়ে যাচ্ছিলেন! কিন্তু ভাগ্য সুপ্রসন্নই ছিলো অভিষেক শর্মার। বেঁচে যান নো বলের কারণে। 'জীবন' পেয়ে সেটিকে আর হাতছাড়া করেননি অভিষেক। ব্যাট হাতে অসাধারণ এক সেঞ্চুরি করেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদও জিতে তার সেই ইনিংসে। সেঞ্চুরি হাঁকিয়ে পকেট থেকে একটি চিরকুট বের করেন অভিষেক। যেখানে লিখা, 'এটা অরেঞ্জ আর্মির জন্য'। এই চিরকুট নাকি অভিষেক পকেটে নিয়ে ঘুরছেন গত ছয়টি ম্যাচ ধরেই।
13 Apr 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক