আইপিএল বিশ্বসেরা টুর্নামেন্ট, আবারও আমি ফিরতে চাই: ব্রুক
২০২৫ আইপিএলের নিলাম থেকে ৬.২৫ কোটি রুপিতে হ্যারি ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট শুরুর আগে তিনি হুট করে নিজের নাম সরিয়ে নেন। এ কারণে আইপিএল থেকে এই ইংলিশ ব্যাটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষোণা করেছে টুর্নামেন্টটির আয়োজকরা।
1 hrs ago,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক