কোহলিদের বেঙ্গালুরুর নামে এফআরআই দায়ের

ছবি: শিরোপা উদযাপনে ব্যস্ত কোহলিরা

এই ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কর্ণাটক রাজ্য ক্রিকেট সমিতি, ডিএনএ নেটওয়ার্কস এবং অন্যান্যদের অভিযুক্ত করা হয়েছে এই এফআইআরে। স্বতঃপ্রণোদিতভাবে এই এফআইআর দায়ের করা হয়েছে।
ভারতের টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ কোহলির সতীর্থ দয়াল
১০ ঘন্টা আগে
এই বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গালুরুরু কেন্দ্রীয় ডেপুটি কমিশনার অফ পুলিশ শেখ এইচ. টেক্কান্নাভার। ইতিমধ্যে বেঙ্গালুরুর পদপিষ্ট হওয়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন বেঙ্গালুরু আরবান ডেপুটি কমিশনার জি জগদীশা।

বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান জি জগদীশা। চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শনের পর তিনি বলেন, ‘আমি আজ স্টেডিয়াম পরিদর্শন করেছি। তদন্তে যোগদানের জন্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের নোটিস পাঠানো হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ হবে।’
আমি নির্বাচক হলে বুমরাহকে আইপিএল খেলতে দিতাম না: ভেংসরকার
৪ ঘন্টা আগে
পুলিশ জানিয়েছে যে ৩ এবং ৪ জুন রাতে বেঙ্গালুরুর শিরোপা জয় এবং পরের দিন সকাল পর্যন্ত তাদের অনেক ভিড় সামলাতে হয়েছে। এমন অবস্থায় সরকার ৫ জুন বেঙ্গালুরুর র্যালি আয়োজনের জন্য জোর দেয়া হয়েছিল। এ কারণেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা সম্ভব হয়নি। বেঙ্গালুরু দলের আগমনের পরই পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।
এই ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং এরই মধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে। এর মধ্যে কর্ণাটক পুলিশ বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করেছে।