ওয়াটসনের চোখে কোহলিই সেরা, দুইয়ে বাবর
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘বিসিসিআইয়ের রাজনীতির শিকার রোহিত-কোহলি’
১৬ আগস্ট ২৫
সময়ের সেরা পাঁচ টেস্ট ব্যাটারকে বলা হয় 'বিগ ফাইভ'। এই পাঁচ জনের মধ্যে কে সেরা এটা নিয়েও বেশ তর্ক-বিতর্ক হয়। শেন ওয়াটসনের মতে, 'বিগ ফাইভের' তালিকায় সবার ওপরে থাকবেন বিরাট কোহলি। আর দুইয়ে থাকবেন বাবর আজম।
কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুট এই চারজনকে একসঙ্গে বলা হয় ‘বিগ ফোর’ কিংবা ‘ফ্যাবুলাস ফোর’, কেউ কেউ আবার সংক্ষেপে ‘ফ্যাব ফোরও’ বলে থাকে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে বাবর আজমের নামও। তাই তাদেরকে একসঙ্গে বলা হয় ‘বিগ ফাইভ।’

আইসিসির ওয়েবসাইটে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) প্রকাশিত ‘আইসিসি রিভিউ’ এর সবশেষ পর্বে এক আলাপচারিতায় কোহলিকে সবার ওপরে রাখার পক্ষে নিজস্ব মত দেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার অবশ্য নিজের মতের পক্ষ্যে ব্যাখ্যাও দিয়েছেন।
বাবরকে স্ট্রাইক রেট বাড়ানোর পরামর্শ পাকিস্তান কোচের
১৭ আগস্ট ২৫
ওয়াটসন বলেন, 'টেস্ট ম্যাচে আমি সব সময় বিরাট কোহলির নাম বলব। সে যা করতে পারে তা প্রায় অতিমানবীয়, কারণ যখনই সে খেলতে নামে, তার মধ্যে লড়াকু ভাবটা থাকে।'
বাবর 'বিগ ফাইভের' সর্বশেষ সংযোজন হলেও এই তালিকায় ওপরের দিকেই থাকবেন বাবর। ওয়াটসনের মতে, কোহলির পরই বাবরের অবস্থান। তার ব্যাটিং টেস্ট ক্রিকেটে বেশ কার্যকরী বলে মনে করেন এই অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।
ওয়াটসন বলেন, 'যেভাবে সে তার ব্যাটিংকে টেস্ট ক্রিকেটের উপযোগী করে তুলেছে, তা দেখাটা চমৎকার। বাবর আজম সম্ভবত এই মুহূর্তে দুই নম্বরে থাকবে।'