এক মৌসুমে ২৬৬ ম্যাচ আয়োজন করবে পাকিস্তান

সংগৃহিত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান

১৫ ঘন্টা আগে
লিটন দাস (বামে) ও সালমান আঘা (ডানে), ফাইল ফটো

আগামী ২০২১-২২ মৌসুমের জন্য ঘরোয়া লিগের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ১০টি টুর্নামেন্টে মোট ২৬৬টি ম্যাচ আয়োজন করবে তাঁরা। গেল ২০২০-২১ মৌসুমে নয়টি টুর্নামেন্টের আয়োজন করেছিল প??সিবি। যেখানে খেলা হয়েছিল ২২০টি ম্যাচ।

এই সূচিতে যোগ করা হয়নি চলমান সিসিএ টুর্নামেন্ট। যে টুর্নামেন্ট চলবে ২২শে আগষ্ট পর্যন্ত। সিসিএ অনুর্ধ্ব-১৯ টুর্নামেন্ট শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। এই টুর্নামেন্টের ম্যাচগুলোও যোগ হয়নি এই সূচিতে। মূলত এই দুই টুর্নামেন্টে পারফর্ম করেই অন্যান্য ঘরোয়া আসরে খেলার সুযোগ পান তরুণ ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে পিসিবির হাই পারফরম্যান্স টিমের পরিচালক নাদিম খান বলেন, ‘আমরা সত্যিই আনন্দিত এমন প্রতিযোগিতামূলক ক্রিকেট সূচি ঠিক করতে পেরে। এটা শুধু দক্ষতাই বাড়াবে না, ক্রিকেটারদের টেকনিক ও ফিটনেসেও উন্নতি করবে। যা কোচ ও নির্বাচকদের সেরা পারফর্মার খোঁজে বের করতে সাহায্য করবে।’

ক্রিকেট অ্যাসোসিয়েশন টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসন্ন ২০২১-২২ মৌসুম শুরু হবে আগামী ১৫ই সেপ্টেম্বর। আট দিনের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কোয়েটায়। ন্যাশনাল টি-টিয়েন্টি লিগ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর। ছয় দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৩টি।

কায়েদ-ই-আজম ট্রফি অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর থেকে ২৯ ডিসেম্বর। যেখানে মোট ম্যাচ রাখা হয়েছে ৩১ টি। পাকিস্তান কাপের সূচি রাখা হয়েছে ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত। ক্রিকেট অ্যাসোসিয়েশন টি-টোয়েন্টি অনুষিত হবে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর।


promotional_ad

ক্রিকেট অ্যসোসিয়েশন চ্যাম্পিয়ন লিগের সূচি রাখা হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বর। এই টুর্নামেন্ট হবে তিন দিনের ম্যাচের। আর ৫০ ওভারের টুর্নামেন্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২৭ নভেম্বর।


আরো পড়ুন

পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইউসুফ

১৩ জুন ২৫
পাকিস্তানের অনুশীলনে মোহাম্মদ ইউসুফ


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball