বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান

লিটন দাস (বামে) ও সালমান আঘা (ডানে), ফাইল ফটো
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছে গেছে পাকিস্তান দল। এই সিরিজ খেলতে এসে বেশ সতর্ক পাকিস্তান দল। বাংলাদেশ দলকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না দলটির অধিনায়ক সালমান আঘা।

promotional_ad

সিরিজটি শুরু হবে আগামী ২০ জুলাই, বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশে রওনা দেয়ার আগে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সিরিজ নিয়ে কথা বলেন সালমান।


আরো পড়ুন

২০১৭ সালের হাসান আলী ফিরে এসেছে: সালমান

২৯ মে ২৫
হাসান আলী, ফাইল ফটো

তিনি বলেন, 'আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। করাচিতে আমাদের অনুশীলন ক্যাম্প খুবই মনোযোগী ও পরিপূর্ণ ছিল। আমরা দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এমন পরিবেশে অনুশীলন করেছি যা বাংলাদেশে খেলার সময় প্রত্যাশা করছি।'


পাকিস্তানের সাম্প্রতিক দলবদল এবং নেতৃত্ব পরিবর্তন ঘিরেও চলছে আলোচনা। বর্তমানে শান মাসুদ টেস্ট দলের নেতৃত্বে, ওয়ানডেতে দায়িত্বে আছেন রিজওয়ান। তবে গুঞ্জন উঠেছে সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে সালমানকে আনার পরিকল্পনা রয়েছে পিসিবির।


promotional_ad



আরো পড়ুন

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল পাকিস্তান

৯ ঘন্টা আগে
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল পাকিস্তান

যদিও এসব নাকচ করে সালমান বলেন, 'আমাকে নিয়ে বলা হচ্ছিল যে আমি তিন ফরম্যাটেই অধিনায়ক হতে যাচ্ছি। এই খবর তো আপনারাই দিয়েছেন, আমি জানি না আপনারা কী বলতে পারেন। এখন পর্যন্ত ওডিআই অধিনায়কত্ব নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি।'


এই সফরে পাকিস্তান স্কোয়াডে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মত ক্রিকেটাররা। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় তারা আছেন বলে আশ্বস্ত করেন সালমান।


তিনি আরও বলেন, 'আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা যেকোনো সময় কাউকে রিপ্লেস করতে পারে, তাই আমরা বেঞ্চ শক্তিশালী করে গড়ে তুলছি। ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে আমরা ২৫ জন খেলোয়াড়ের একটি পুল চূড়ান্ত করেছি এবং ওই ২৫ জনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে দেখা যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball