নির্বাচকদের সুনজরে সোহান

নুরুল হাসান সোহান, ফাইল ফটো
গত কয়েকবছর ধরে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা মিলছে না নুরুল হাসান সোহানের। বারবারই নির্বাচকদের চোখ এড়িয়ে যাচ্ছে তাকে। যদিও এমনটা মানতে নারাজ নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের মতে, নির্বাচকদের নজর সোহানের ওপর বেশ ভালোভাবেই আছে।

promotional_ad

গত দুই মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স ছিল সোহানের। যদিও ব্যাট হাতে ধারাবাহিকতা আর কিপিংয়ে নির্ভরযোগ্যতা দেখিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ১৬ সদস্যের ওয়ানডে দলে জায়গা পাননি এই ৩১ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার।


আরো পড়ুন

মোমেন্টাম পেয়ে গিয়েছি, পুরো আসরেই দল হিসেবে খেলব: সোহান

১১ জুলাই ২৫
নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্স

ঘরোয়া ও ‘এ’ দলের হয়েও বারবারই নিজেকে প্রমাণ করে চলেছেন সোহান। কিছুদিন আগেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে করেছিলেন ১০৭ রান, আর ওয়ানডে সিরিজে ঝলসে উঠেছিলেন ১১২ রানের ইনিংসে।


এ বছরের প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে ১১ ম্যাচে করেছেন ৫১২ রান—দুটি শতরান ও দুটি অর্ধশতক। ব্যাটিং গড় ৫৮ এবং স্ট্রাইকরেট ৯৩.৫৪। গতবারও করেছিলেন ৪৯৫ রান।


promotional_ad



আরো পড়ুন

ফারুকের ওপর অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে বিসিবির ৮ পরিচালকের চিঠি

২৯ মে ২৫
ফাইল ছবি

এমন পরিসংখ্যানের পরও চলতি শ্রীলঙ্কা সিরিজে উপেক্ষিত হওয়া স্রেফ দুর্ভাগ্যই। যদিও বর্তমানে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ব্যস্ত সময় পার করছেন সোহান। যদিও আসন্ন পাকিস্তান সিরিজে তাকে জাতীয় দলে ফেরাতে পারেন নির্বাচকরা।


ফাহিম বলেন, 'অবশ্যই সোহান খুবই ভালো ক্যাপ্টেন, খুবই ভালো প্লেয়ার, ভালো লিডার, ভালো মোটিভেটর। আমি সবসময় ওকে খুব হাইলি রেট করি এবং আমি একজন ফ্যানও ওর। দারুণ একজন ক্রিকেটার এবং তার দিকে আমাদের নির্বাচকদের খুব ভালো চোখ আছে।'


সোহানের জিএসএলে খেলা নিয়ে ফাহিম আরো বলেন, 'আমি আনন্দিত যে সে এই টুর্নামেন্টটা খেলছে এবং ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে সবাই। এটা কিন্তু শুধু ওইখানে না, আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও কাজে আসবে এদের এই অভিজ্ঞতাটা। যেটা আমরা দেখলাম ওখানে যেসব পারফরম্যান্স আমরা দেখেছি, সেটা আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও এটা খুব কাজে আসবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball